• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

ঝালকাঠি গাবখান ব্রিজের টোলে সড়ক দূর্ঘটনায় নিহত ১৪ আহত ১৫জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু।। / ১২৩ পঠিত
আপডেট: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি ॥

ঝালকাঠি গাবখান ব্রিজের টোলে সড়ক দূর্ঘটনায় ১৪ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে গাবখান ব্রিজ পাড় হয়ে টোল প্লাজায় টোল দেয়ার জন্যে একটি সাদা রঙ্গের প্রাইভেট কার ও ৩টি অটোরিক্সা দাড়ায়। এসময় পশ্চিম দিক থেকে ব্রিজের ঢাল বেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পিছন দিক থেকে অটোরিক্সা ও প্রাইভেট গাড়িতে আঘাত করলে মুহুর্তের মধ্যে লন্ডবন্ড হয়ে যায় টোল প্লাজায় দাড়ানো গাড়ীসহ যাত্রীরা। প্রাইভেট কারের ২টি শিশু ও তাদের বাবা মা সহ ৬ জন যাত্রী সকলেই নিহত হয়েছে। ২টি অটোরিক্সার যাত্রীরা ওস্তাখান গ্রামের মাঝি বাড়ি থেকে সাগরকান্দা তালুকদার বাড়ি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।বিয়ের অনুষ্ঠানের ৭ জন যাত্রী অটোরিক্সায় ছিলেন যারা সকলেই মারা গেছেন।
হাসপাতালের আরএমও মেহেদি হাসান সানি এ প্রতিবেদককে জানান, ঝালকাঠি সদর হাসপাতালে ১২ জনের মরদেহ রয়েছে এবং বরিশাল শেবাচিম হাসাপাতালে ২ জনের মরদেহ আছে এবং ১২ জন আহত অবস্থায় রয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভার আল আমিন ও হেলপার নাজমুল শেখকে পুলিশ আটক করেছে।
মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছে মো: আনোয়ার হোসেন (৫৫), হেমায়েত হোসেন (৪০) পিতা: আ: লতিফ, মিরাজ (২৮), শফিকুল ইসলাম মাঝি (৫০), পিতা: মন্নান মাঝি, সাং ওস্তাখান, সিফাত(৩) সিয়াম (৫) শহিদুল (২৮) , রোজিনা (৩৮), আতিকুর রহমান সাদি (১১), পিতা: আব্দুর হাকিম, সাং নওপাড়া, শেখের হাট, নজরুল ইসলাম, পিতা: সেলিম হাং, গাবখান, ঝালকাঠি, ইব্রাহিম (৪০), রাজাপুর প্রাইভেট কারের ড্রাইভার, তাহমিনা (২৫), স্বামী: ইব্রাহিম, তালগাছিয়া, কাঠালিয়া, ইমরান হোসেন (৪০) পিতা: নুরুল ইসলাম, মাতা: ফাহিমা বেগম, ঠিকানা অজ্ঞাত, বিমান বাহিনীর সদস্য, নুরজাহান (৭) ইব্রাহিম, তালগাছিয়া, কাঠালিয়া।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এ প্রতিবেদককে জানান, ঘটনাস্থলে জেলা পুলিশের সদস্যরা কর্মরত রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঝালকাঠির অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল রয়েছি। মরদেহ স্বজনদেরকাছে হস্তাস্তর শেষে উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম মুঠোফোনে জানান, এ ঘটনায় জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ