• বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এবারের পূজা খুবই নির্বিঘ্ন ও উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা দাবি যাচাইয়ে কমিটি গঠন হয়েছে—আন্দোলন না করার আহ্বান উপদেষ্টার,,,,দৈনিক ক্রাইম বাংলা জাতীয় নির্বাচনে শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সাথে যাচ্ছেন ফখরুল-তাহেরসহ ৪ রাজনীতিবিদ,,,দৈনিক ক্রাইম বাংলা ভোটের হাওয়া: নির্বাচনী আসন লক্ষ্মীপুর-২ /দৈনিক ক্রাইম বাংলা।। সিজারের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় পানিতে ডুবে প্রাণ হারাল প্রথম শ্রেণির ছাত্রী তাসমিয়া/দৈনিক ক্রাইম বাংলা।। রামগতিতে পরকীয়ার অভিযোগে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা/দৈনিক ক্রাইম বাংলা।। দূরশিক্ষণে বাউবির অগ্রযাত্রা: প্রতিবন্ধকতা ও আমার অভিজ্ঞতা: ড. মহাঃ শফিকুল আলম/দৈনিক ক্রাইম বাংলা।। উদ্যোক্তা হওয়ার সুযোগ থাকবে এমন আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা

কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতির রিমান্ড, পুলিশের ওপর হামলায়।

রিপোর্টার: / ৩৭৯ পঠিত
আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেক্সঃ কুয়াকাটায় পুলিশের কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলাকারী, কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মজিবরের (২৯) এর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসাথে তার চার সহযোগীকে দুই দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, দিয়েছে বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ার এ আদেশ দেন।এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মিজানুর রহমান আদালতে আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানিতে আসামি পক্ষের প্রায় এক ডজন আইনজীবী অংশ নেয়। উল্লেখ্য, ১৭ আগস্ট মধ্যরাতে কুয়াকাটার আবাসিক হোটেল কিংসের ১০২ নম্বর কক্ষে জুয়ার আসরে অভিযান, চালায় মহিপুর থানা পুলিশ। অভিযানে নগদ টাকা ও তাসসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় জুয়াড়িরা পুলিশের কর্তব্য কাজে বল প্রয়োগ করে, বাধা প্রদান করে ও পুলিশের ওপর হামলা করে।এতে মহিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক মো: আসাদুজ্জামান জুয়েল, (২৮) পুলিশ কনেস্টেবল মো: ইব্রাহিম (৩০) মৃদুল কান্তি বেপারী (২৩) ও মো: রফিকুল ইসলাম, (২২) আহত হন।এ ঘটনার দিন রাত আড়াইটার দিকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে ওই রাতেই পুলিশ উপ-পরিদর্শক মো: আসাদুজ্জামান জুয়েল ছাত্রলীগ সভাপতি মো: মজিবর, (২৯)তার সহযোগী হোটেল বনানী প্যালেসের ম্যানেজার  শাহীন খান, (৩০) মহিপুর সদর ইউনিয়নের গোলাম মাওলা (৩০), রবিউল (২৯) ও কলিম মাহমুদসহ (৩২) আটজনের নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, কুয়াকাটার আবাসিক হোটেল কিংসে অনেক দিন ধরে এক শ্রেণির জুয়াড়িরা টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ।মহিপুর থানা পুলিশের একটি টিম তাদের আটক করতে গেলে, জুয়াড়িরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ