• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতিবাজদের সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

কুয়াকাটা কৃষকদল ও শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলনে অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৯০ পঠিত
আপডেট: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

আওয়ামীলীগ দুঃশাসনের প্রেতাত্তা ইউনুস খলিফার সাথে কৃষকদলের নেতা আলী হোসেন খন্দকারের বাকবিতন্ডা হয়। পরে এ ঘটনা তাৎক্ষনিক সমাধান করে দেওয়া হয়। তবুও আওয়ামী নেতা ইউনুস খলিফা তার ছেলে বাচ্চু খলিফাকে জানালে, সে ১০/১২ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই রাতেই আলী হোসেনের দোকানে লুটপাট চালায় এবং তার ছেলে সম্রাটের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় শ্রমিক দলের নেতা জসিম মৃধা ছাড়াতে গেলে তিনিও হামলার শিকার হন। গুরুতর আহত সম্রাটকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্জলা সত্য ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আওয়ামীলীগ নেতার ভিন্ন কৌশলে উদোরপিন্ডি বুদোরঘারে চাপানোর অপচেষ্টায় লিপ্ত থেকে গনমাধ্যম কর্মীদের ভুল তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশের প্রতিবাদে সোমবার বিকেলে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন।

কৃষক দলের নেতা আলি হোসেন এবং শ্রমিক দলের নেতা জসিম মৃধার পক্ষে এমন লিখিত বক্তব্য পাঠ করেন কুয়াকাটা পৌরসভার ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. শহিদুল ইসলাম। এসময় জাতীয়তাবাদী কৃষক দলের কুয়াকাটা পৌর আহবায়ক আলী হোসেন খন্দকার, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মো. জসিম মৃধা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, কুয়াকাটা জিরো পয়েন্টে রবিবার রাতে বাদাম খাওয়াকে কেন্দ্র করে আমাদের উপর হামলা চালিয়ে উল্টো আমাদেরই বিরুদ্ধে মহিপুর থানায় মামলা দায়ের করেন। আবার সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিই।

এ ব্যপারে অভিযুক্ত বাচ্চু খলিফার সাথে মুঠো ফেনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি তার ব্যবহৃত ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ