• রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,দৈনিক ক্রাইম বাংলা বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই : বদিউল আলম মজুমদার,,,,দৈনিক ক্রাইম বাংলা দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’: ডব্লিউএইচও প্রধান,,,,দৈনিক ক্রাইম বাংলা উপদেষ্টা পরিষদে দুই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন,,,,দৈনিক ক্রাইম বাংলা সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির,,,,,দৈনিক ক্রাইম বাংলা একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু,,,,,দৈনিক ক্রাইম বাংলা

কলাপাড়ায় নিখোঁজের ১১ বছর পরে অপহরন মামলা, প্রধান আসামী বাহাউদ্দিন গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৫৫৬ পঠিত
আপডেট: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

শিশু আলামিন নিখোঁজ হয়েছে ১১ বছর আগে। দীর্ঘ বছর যাবৎ সন্তান কে ফিরে পাবার আশায় পথ চেয়ে বসে আছে মা। এক বুক আহাজারি নিয়ে ঘুরেছেন দ্বারে দ্বারে। এমন ঘটনাটি ঘটেছে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে। অবশেষে, তার ছেলেকে অপহরন করার দায় এনে বাহাউদ্দিন ঘরামীকে প্রধান আসামী করে পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন মাহিনুর বেগম। এতে, অপহরনকারী ও পাচারকারী দলের সদস্য বাহাউদ্দিনকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, শিশু আলামিন এবং অভিযুক্ত বাহাউদ্দিন প্রতিবেশি হওয়ায় ভালো সম্পর্ক ছিলো তাদের মাঝে। ২০১৪ সালের ২৪/০৮ তারিখে আলামিনকে নিয়ে স্থানীয় বাবলাতলা বাজারে যান বাহাউদ্দিন। তারপরে আর ফিরে আসেনি কেহ। অনেক খোজাখুজির পর ছেলেকে না পেয়ে কলাপাড়া থানায় ২৯/০৮/১৪ তারিখ সাধারন ডায়রি করেন মাহিনুর বেগম। ডায়রি নং- ১১৯২। এক মাস পরে বাহাউদ্দিন বাড়িতে আসলে তার কাছে শিশুটির কথা জানতে চাইলে আলামিন বাড়িতে চলে গেছে এবং তিনি জরুরি কাজে ঢাকা গিয়েছেন বলে জানান। পরবর্তীতে আবার শিশু আলামিন কোথায় আছে জানতে চাইলে বাহাউদ্দিন কয়েকজনের নাম বলে তাদের কাছে যোগাযোগ করতে বলেন। তাদের সাথে যোগাযোগ করে ছেলের সন্ধান পাওয়ার চেষ্টা করেন মা মাহিনুর বেগম। কিন্তু তারাও অবশেষে জানায় তার ছেলে বাহাউদ্দিনের কাছেই আছে। কিছুদিন পূর্বে বাহাউদ্দিন ও তার স্ত্রী হাসি বেগম ঝগড়া হলে তখন স্ত্রী বলে তুই আলামিনকে অপহরন করেছো এ ঘটনা আমি সবাইকে বলে দিবো। একথা শুনিয়া মাহিনুর বেগম পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন, মামলা নং- ৪৬৯/২৫। এ ঘটনায় ভুক্তভোগী মা তার ছেলেকে ফেরত পাওয়াসহ দ্রুত বিচারের দাবি জানান।
এ বিষয় কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম বলেন, আসামী বাহাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ