কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
শিশু আলামিন নিখোঁজ হয়েছে ১১ বছর আগে। দীর্ঘ বছর যাবৎ সন্তান কে ফিরে পাবার আশায় পথ চেয়ে বসে আছে মা। এক বুক আহাজারি নিয়ে ঘুরেছেন দ্বারে দ্বারে। এমন ঘটনাটি ঘটেছে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে। অবশেষে, তার ছেলেকে অপহরন করার দায় এনে বাহাউদ্দিন ঘরামীকে প্রধান আসামী করে পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন মাহিনুর বেগম। এতে, অপহরনকারী ও পাচারকারী দলের সদস্য বাহাউদ্দিনকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, শিশু আলামিন এবং অভিযুক্ত বাহাউদ্দিন প্রতিবেশি হওয়ায় ভালো সম্পর্ক ছিলো তাদের মাঝে। ২০১৪ সালের ২৪/০৮ তারিখে আলামিনকে নিয়ে স্থানীয় বাবলাতলা বাজারে যান বাহাউদ্দিন। তারপরে আর ফিরে আসেনি কেহ। অনেক খোজাখুজির পর ছেলেকে না পেয়ে কলাপাড়া থানায় ২৯/০৮/১৪ তারিখ সাধারন ডায়রি করেন মাহিনুর বেগম। ডায়রি নং- ১১৯২। এক মাস পরে বাহাউদ্দিন বাড়িতে আসলে তার কাছে শিশুটির কথা জানতে চাইলে আলামিন বাড়িতে চলে গেছে এবং তিনি জরুরি কাজে ঢাকা গিয়েছেন বলে জানান। পরবর্তীতে আবার শিশু আলামিন কোথায় আছে জানতে চাইলে বাহাউদ্দিন কয়েকজনের নাম বলে তাদের কাছে যোগাযোগ করতে বলেন। তাদের সাথে যোগাযোগ করে ছেলের সন্ধান পাওয়ার চেষ্টা করেন মা মাহিনুর বেগম। কিন্তু তারাও অবশেষে জানায় তার ছেলে বাহাউদ্দিনের কাছেই আছে। কিছুদিন পূর্বে বাহাউদ্দিন ও তার স্ত্রী হাসি বেগম ঝগড়া হলে তখন স্ত্রী বলে তুই আলামিনকে অপহরন করেছো এ ঘটনা আমি সবাইকে বলে দিবো। একথা শুনিয়া মাহিনুর বেগম পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন, মামলা নং- ৪৬৯/২৫। এ ঘটনায় ভুক্তভোগী মা তার ছেলেকে ফেরত পাওয়াসহ দ্রুত বিচারের দাবি জানান।
এ বিষয় কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম বলেন, আসামী বাহাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।