
বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক | যশোর | ৬ নভেম্বর ২০২৫
বিএনপিকে অবজ্ঞা করলে তার ফল ভালো হবে না বলে সতর্ক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক দলকে হাতের খেলনা ভেবে ভুল করছেন উপদেষ্টারা। নির্বাচনের দিনই গণভোট হতে হবে—টালবাহানা না করে তফসিল ঘোষণা করতে হবে। অন্যথায় সরকার ব্যর্থ হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি হলো প্রয়াত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের দল। এই দলকে নেতৃত্ব দিচ্ছেন গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখে সংগ্রামরত বেগম খালেদা জিয়া। বিএনপি কোনো ভেসে আসা দল নয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের হাজার হাজার নেতা-কর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন। এখন পর্যন্ত প্রায় ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা যদি রাজপথে নামি, তাহলে ষড়যন্ত্রকারীদের সব রাজনৈতিক হিসাব-নিকাশ পাল্টে যাবে।”
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, “নির্ধারিত সময়ে নির্বাচন দিতে হবে এবং দেশকে বর্তমান সংকট থেকে মুক্ত করার উদ্যোগ নিতে হবে। তা না হলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে।”
স্মরণসভায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা তরিকুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।