
মোঃ জালাল হোসেন,মান্দা (নওগাঁ) প্রতিনিধি।।
লাল-সবুজের বিজয়ের গৌরবময় ১৬ ডিসেম্বর উপলক্ষে নওগাঁ জেলার মান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মান্দার কামারকুড়ি হাই স্কুল মাঠে এক বিশাল ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় বিজয়ের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এই অনুষ্ঠানে মান্দা থানাধীন সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুলসংখ্যক ছাত্রছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তি, স্বাধীনতা ও সাম্যের প্রতীক হিসেবে আকাশে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। এই মুহূর্তে উপস্থিত সকলের মধ্যে দেশপ্রেম ও গর্বের আবেগ লক্ষ করা যায়।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ১৬ ডিসেম্বরের বিজয়ের তাৎপর্য এবং স্বাধীনতা অর্জনের পেছনে শহীদদের অসীম ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি যে স্বাধীনতা অর্জন করেছে, তা রক্ষা করা আজকের প্রজন্মের প্রধান দায়িত্ব। মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশ গঠন, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, বিজয় দিবস কেবল একটি উৎসবের দিন নয়, এটি আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের চিরন্তন অনুপ্রেরণা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এই দিবস উদযাপনের মূল লক্ষ্য।
দিনব্যাপী কর্মসূচিতে শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ পরিবেশে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মহান বিজয় দিবসের মর্যাদা ও গুরুত্বকে আরও উজ্জ্বল করে তোলে। মান্দার আকাশে প্রতিধ্বনিত হয়—লাল-সবুজের বিজয় চির অম্লান।