
মান্দা (নওগাঁ) প্রতিনিধি।।
মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভা এবং বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল আজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কাণ্ডারি ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মান্দা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব এম. এ. মতীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক সুযোগ। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
সভা থেকে সর্বসম্মতিক্রমে নওগাঁ-৪ মান্দা আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।