
বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস
স্টাফ রিপোর্টার | ঢাকা | বুধবার, ১২ নভেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গণভোটের আয়োজন বা এ বিষয়ে করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
জাতির উদ্দেশে এই ভাষণকে ঘিরে দেশের রাজনৈতিক মহল, গণমাধ্যম ও সাধারণ নাগরিকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, প্রধান উপদেষ্টার এই ভাষণ সরকারের পরবর্তী পদক্ষেপ ও সংস্কার প্রক্রিয়ার ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।