• শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কে হতে চলেছেন মান্দার অভিভাবক?/দৈনিক ক্রাইম বাংলা।। তেতুলিয়ার সাবাই হাটে ধানের শীষের গণজাগরণ ডাঃ ইকরামুল বারী টিপুকে ঘিরে নির্বাচনী সমাবেশে মানুষের ঢল/দৈনিক ক্রাইম বাংলা।। সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের” বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত,,, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতির দোয়া চান প্রধান উপদেষ্টা শিরোনাম: হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের পর্যালোচনা চলছে: প্রেস সচিবের দাবি,,, শিরোনাম: পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৭০ হাজার ৬৬০,,,, কুয়াকাটায় ১২ বছর আগে বিক্রি হওয়া জমি ফের দখলের চেষ্টায় দুশ্চিন্তায় ক্রেতা শ্যামলী বেগম,,, নওগাঁর বদলগাছিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের পাশে মানবতার ফেরিওয়ালা ডাঃ ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।।

তেতুলিয়ার সাবাই হাটে ধানের শীষের গণজাগরণ ডাঃ ইকরামুল বারী টিপুকে ঘিরে নির্বাচনী সমাবেশে মানুষের ঢল/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ জালাল হোসেন।। / ৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

মোঃ জালাল হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁ–৪ (মান্দা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক আবহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। তারই অংশ হিসেবে শুক্রবার বিকেল ৪টায় তেতুলিয়ার সাবাই হাটের ভাত হোন্ডা মডার্ন ক্লাব মাঠে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপুকে ঘিরে অনুষ্ঠিত নির্বাচনী সভা রূপ নেয় বিশাল গণজমায়েতে।

দুপুরের পর থেকেই দলে দলে মানুষের আগমন শুরু হয়। যুবক–যুবতী, নারী–পুরুষ, কৃষক, শ্রমজীবী, দোকানদার, পেশাজীবী—সব শ্রেণি–পেশার মানুষের উপস্থিতিতে পুরো মাঠটি উৎসবমুখর হয়ে ওঠে। স্লোগানে–উচ্ছ্বাসে, করতালিতে তেঁতুলিয়ার বাতাসে বইতে থাকে পরিবর্তনের আবহ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন—

“মান্দার মানুষের অকৃত্রিম ভালোবাসাই আমার প্রেরণা। আপনাদের সঙ্গে নিয়ে আধুনিক, নিরাপদ, উন্নত মান্দা গড়াই আমার অঙ্গীকার। মানুষের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি জনগণের পাশে আছি, থাকব।”

তিনি আরও উল্লেখ করেন—

“আজকের বিশাল জনসমুদ্র প্রমাণ করছে—মান্দাবাসী পরিবর্তনের অপেক্ষায়। আর সেই পরিবর্তনের নেতৃত্ব আসবে ধানের শীষের পক্ষ থেকেই।”

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আখতারুজ্জামান সেলিম। তিনি বলেন—

“দেশের গণতন্ত্র, ভবিষ্যৎ এবং জনগণের অধিকার রক্ষায় এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ আর ভ্রান্ত পথে হাঁটবে না। তারা এবার সঠিক সিদ্ধান্ত নেবে—ধানের শীষেই রায় দেবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেতুলিয়া এলাকার সুপরিচিত সমাজসেবক আব্দুল জব্বার প্রামাণিক।

এ ছাড়া উপস্থিত ছিলেন—শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, শ্রমিক দলের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ, সমবায় দলের সভাপতি মতিন মুরাদ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রভাবশালী ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, মান্দার সড়ক–যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, শিক্ষা–স্বাস্থ্যখাতের সফল সংস্কার, তরুণদের কর্মসংস্থান সৃষ্টিসহ সামগ্রিক উন্নয়নকে এগিয়ে নিতে ডাঃ টিপুকে বিজয়ী করা সময়ের দাবি।

সভা শেষে জনতা ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সুশৃঙ্খলভাবে স্থান ত্যাগ করেন।

পুরো আয়োজনেই ছিল শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে ভরপুর পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ