• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,, আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনার অনুমোদন: অর্থ উপদেষ্টা,,, রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টি হত্যা: ডিএমপি,,, দণ্ডিতদের বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা নেবে সরকার,,, মান্দা ফেরিঘাটে ধানের শীষের গণমিছিল–ডা. ইকরামুল বারী টিপুর প্রতি আস্থা জানাল স্থানীয় জনতা/দৈনিক ক্রাইম বাংলা।। হাসিনার মৃত্যুদণ্ডের রায়: ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ,,, মানবতাবিরোধী অপরাধে রায়: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড,,,, নৈরাজ্যের আশঙ্কায় গণতন্ত্র রক্ষায় সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের,,, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: সরাসরি সম্প্রচার করবে বিটিভি,, বিশ্বের একমাত্র স্বৈরশাসক নেত্রী ছিলেন শেখ হাসিনা – মেজর হাফিজ/দৈনিক ক্রাইম বাংলা।।

র‍্যাবের যৌথ অভিযানে -ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত ২আসামী গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

সুইটি আক্তার, মাদারীপুর।। / ১৭০ পঠিত
আপডেট: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

সুইটি আক্তার, মাদারীপুর।
শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে(১৬) বছরের কিশোরীকে অপহরণ করে তুলে নিয়ে গণধর্ষণের মামলার সাজাপ্রাপ্ত পলাতক ২-আসামীকে (১১ আগস্ট) শুক্রবার মাদারীপুর র‍্যাবে ৮ ক্যাম্প ও র‍্যাবে ৭ চাঁদগাঁও ক্যাম্পের যৌথ অভিযানে  চট্টগ্রাম  মহানগরীর খুলশী থানা এলাকা থেকে তাঁদের  আটক করেছে।
আটককৃতরা হলেন।  ইসলাম ফকির, পিতা,মৃত লোকমান ফকির(২২) ও রাকিব মন্ডল(২২)পিতা, মৃত ছামাদ মন্ডল উভয় সাং শরীয়তপুর সদর উপজেলার  উত্তর  মধ্যপাড়া গ্রাম।
বিষয়টি, আজ-এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, মোঃ মুহতাসিম রসুল লেঃ কমান্ডার কোম্পানী কমান্ডার -র‌্যাব-৮, সিপিসি-৩,মাদারীপুর
ঘটনা- র‍্যাব-৮ ও মামলার এজাহারের  বিবরন সুত্রে জানা যায়, ২০১৯ সালের ৩০ জুন  শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে (১৬) বছরের এক কিশোরীকে  অপহরণ করে তুলে নিয়ে গনধর্ষণ করে। এসময় ঐ কিশোরীর চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষণকারীরা টের পেয়ে পালিয়ে যায়। এসময়  স্থানীয় -লোকজন কিশোরীকে  অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে  ঐ কিশোরীর বাবা বাদি হয়ে ধর্ষণকারীদের বিরুদ্ধে শরীয়তপুর থানায়  মামলা দায়ের করলে ধর্ষণকারীরা  দেশের বিভিন্ন স্থানে গিয়ে  ছদ্মনাম প্রবেশ করে  নির্মাণ শ্রমিক ও যানবাহন শ্রমিকের ছদ্মবেশে নিজেদেরকে আত্মগোপনে রাখলে। র‌্যাবের নজরে আসলে তথ্য-প্রযুক্তি ও সামাজিক গোয়েন্দা বৃত্তির অবলম্বনের মাধ্যমে
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার টাইগার পাস এলাকা থেকে র‍্যাবে ৮-মাদারীপুর ক্যাম্প ও র‌্যাব-৭ চাঁদগাও ক্যাম্পের যৌথ অভিযানে তাদের  গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত  আসামীদের  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদারীপুর র‌্যাব ৮, সিপিসি৩- কোম্পানী কমান্ডার মোঃ মুহতাসিম রসুল বলেন, র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ