• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে’ ………মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাঠের ব্রীজই লক্ষাধিক মানুষের চলাচলের ভরসা/দৈনিক ক্রাইম বাংলা।। যথার্থ জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারী রেভিনিউ পাক …..উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক/দৈনিক ক্রাইম বাংলা।। রিও প্রগতি মানবতা অ্যাওয়ার্ডে ভূষিত ‘আমরা কলাপাড়াবাসীথ সংগঠন/দৈনিক ক্রাইম বাংলা।। চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনা সদর কলাপাড়ায় বিনামূল্যে টাইফয়েড টিকা পাচ্ছে ৭২ হাজার ৪৩০ শিশু উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আইন উপদেষ্টা প্রিজাইডিং অফিসারই হবেন সেই কেন্দ্রের ‘চিফ ইলেকশন অফিসার’ : সিইসি নাসির উদ্দিন পানপট্টি-বোয়ালিয়া দুই ইউনিয়নের সংযোগ সেতুর বেহাল দশা, দুর্ভোগে হাজারো বাসিন্দা/দৈনিক ক্রাইম বাংলা।। সামছুউদ্দিন রাজুকে সভাপতি ও তারিকুল ইসলাম কে সম্পাদক করে গাজীপুর জেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র’র আংশিক কমিটি গঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিজার্ভ ডে’তে গড়ালো ভারত-পাকিস্তান লড়াই/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ১৪৮ পঠিত
আপডেট: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

কলম্বো, ১০ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : এশিয়া কাপ সুপার ফোর পর্বে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি  রিজার্ভ ডে’তে গড়ালো। আগামীকাল ম্যাচের বাকী অংশ অনুষ্ঠিত হবে।
আজকের দিনের খেলা শেষ হবার আগ পর্যন্ত প্রথমে ব্যাট করে ২৪ দশমিক ১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান করে ভারত। আজ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই কাল শুরু হবে ম্যাচটি। কাল নির্ধারিত সময় দুপুর ৩টা ৩০মিনিটে মাঠে নামবে দু’দল।
শ্রীলংকার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। দলকে ১৬ দশমিক ৪ ওভারে ১২১ রানের উড়ন্ত সূচনা এনে দেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ১৫তম ওভারের মধ্যে হাফ-সেঞ্চুরি তুলে নেন রোহিত ও গিল দু’জনই।
৩৭ বল খেলে ওয়ানডেতে অষ্টম ও পাকিস্তানের বিপক্ষে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান গিল। পাকিস্তানের স্পিনার শাদাব খানকে ছক্কা মেরে ৪২ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম অর্ধশতকের দেখা পান রোহিত। ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরিও পাকিস্তানের বিপক্ষেই করেছিলেন ভারত অধিনায়ক।
১৭তম ওভারের চতুর্থ বলে রোহিত-গিলের জুটি ভাঙ্গেন শাদাব। লং অফে ফাহিম আশরাফকে ক্যাচ দিয়ে বিদায় নেন রোহিত। ৬টি চার ও ৪টি ছক্কায় ৪৯ বলে ৫৬ রান করেন রোহিত।
পরের ওভারে গিলকে প্যাভিলিয়নের পথ দেখান পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। স্লোয়ার ডেলিভারিতে কভারে থাকা আগা সালমানকে সহজ ক্যাচ দেন ১০টি চারে ৫২ বলে ৫৮ রান করা  গিল।
৮ বল ও ২ রানের ব্যবধানে দুই ওপেনার ফেরার পর জুটি বাঁধেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। দলের রানের চাকা সচল রেখে জুটি বড় করছিলেন তারা। ২৫তম ওভারের প্রথম ডেলিভারির পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পুরো মাঠ ডেকে দেয়া হয় । শেষ পর্যন্ত বৃষ্টি পুরোপুরি না থামলে বাংলাদেশ সময় রাত ৯টা ১২ মিনিটে ম্যাচটি রিজার্ভ ডে’তে গড়ানোর ঘোষনা দেয়া হয়।
২৪ দশমিক ১ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৪৭ রান তুলে আজকের দিনের খেলা শেষ করে ভারত। কোহলি ১৬ বলে ৮ এবং রাহুল ২টি চারে ২৮ বলে ১৭ রানে অপরাাজিত আছেন। পাকিস্তানের আফ্রিদি-শাদাব ১টি করে উইকেট নিয়েছেন।
বৃষ্টির আশাঙ্কা থাকায় সদ্যই সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচটিতে রিজার্ভ ডে’র সিদ্বান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এছাড়া ফাইনাল ম্যাচের জন্যও রিজার্ভ ডে রাখা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ