• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

কক্সবাজারের লাগোয়া পার্শ্ববর্তী মায়ানমার থেকে অবৈধ ভাবে চোরাই পথে আনা গরু চোরাকারবারিদের তালিকার নির্দেশ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৭০ পঠিত
আপডেট: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্মবাজারের লাগোয়া পার্শ্ববর্তী মায়ানমার থেকে অবৈধ ভাবে চোরাই পথে আনা গরু চোরাকারবারিদের চোরাচালান ও মাদক প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা করেছে রামু উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন রামু। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ  শাহীন ইমরান।
চোরাচালান ও মাদক প্রতিরোধ সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন,গর্জনিয়া কচ্চপিয়ার প্রতিবেশী দেশ মায়ানমারের সীমান্ত না থাকার পরও এই অঞ্চলটি ইদানীং চোরাচালান প্রবণ এলাকা হয়ে উঠেছে। এটার কারন হচ্ছে আমাদের পার্শবর্তী উপজেলা নাইক্ষনছড়ি থেকে বিভিন্ন মাদক অনুপ্রবেশ করছে । এটি প্রতিরোধকল্পে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনী সহ বিজিবি কাজ করছে। তিনি বলেন, গর্জনিয়া এবং কচ্ছপিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদক ও চোরাচালান বিরোধী কমিটি করা হবে সংশ্লিষ্ট চেয়ারম্যানকে সভাপতি করে, এবং এই কমিটি প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। এসময় তিনি আরও বলেন, গর্জনিয়া বাজারের আশেপাশে যে সকল মোবাইল ব্যাংকিং দোকান রয়েছে সেগুলাতেও নজরধারী করতে হবে এবং তারা প্রতিদিন তাদের লেনদেনের তালিকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দিতে হবে। গর্জনিয়া কচ্ছপিয়া সহ আশেপাশের সকল এলাকায় ক্যাটেল সার্ভে পরিচালনা করা হবে। মাদক সহ সীমান্তের চোরাচালানে জড়িত ব্যক্তি যতই শক্তিশালী হউক না কেন তাদের ছাড় দেয়া হবে না  বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ  শাহীন ইমরান,তাদের আইনের আওতায় আনতেই হবে। তাদের বিরুদ্ধে আমাদের জিরু ট্রলারেন্স নীতি অটল থাকবে। যদি সীমান্তে গরু চোলা চালান বন্ধ না হয় তাহলে আগামী বছর থেকে গর্জনিয়া বাজারে গরুর ইজারা দেওয়া হবে না, এবং এই চোরাচালানে কোন জনপ্রতিনিধি জড়িত থাকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো: ইসমাইল নোমান। এতে অন্যদের মধ্যে রামু ভেটেরিনারি সার্জন ডা: মো: আবদুল কাদের রবিন,নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি জোন জেসিও মোঃ আবদুল লতিফ,রামু থানার নবাগত ওসি তদন্ত নাজমুল হুদা,গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার জাহান চৌধুরী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উপদেষ্টা মাঈনুদিন খালেদ, গর্জনিয়া ফয়জুল উলুম মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মৌ মো: আয়ুব,ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউল হক, কচ্চপিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ ইউনুস মেম্বার, সাবেক মেম্বার জয়নাল আবেদীন, নজরুল ইসলাম, ব্যবসায়ী মৌলানা আলী আকবর, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও এলাকায় রাজনীতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ