• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে ইলিশ শিকার: তিন জেলেকে জরিমানা,,,,,দৈনিক ক্রাইম বাংলা পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক — এবিএম মোশাররফ হোসেন,,,,দৈনিক ক্রাইম বাংলা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার এমপি প্রার্থী বীথিকার/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে ভোলায় বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আগুনে পুড়ে তিন দোকান ভস্মীভূত।। দোকান মালিকদের ঢেউটিন, নগদ টাকা ও শুকনা খাবার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ৩ জেলেকে জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।। পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক — এবিএম মোশাররফ হোসেন/দৈনিক ক্রাইম বাংলা।।

মহিপুরে সমবায় দিবসে সমবায় সমিতির সভাপতি ও কর্মকর্তাদের অনিয়ম দুর্নিতীর প্রতিবাদে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা / ১৫৭ পঠিত
আপডেট: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

মনির হাওলাদার

পটুয়াখালীর মহিপুরে এসআরওএসবি সমবায় সমিতির সভাপতি ও সমিতির নির্বাহী কর্মকর্তার অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা এগারোটায় সমিতির সামনে কলাপাড়া -কুয়াকাটা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন এসআরওএসবি সমবায় সমিতির সদস্য সাবেক সভাপতি মালেক আকন, শাহআলম হাওলাদার ও সদস্য সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট আকন,সাবেক সভাপতি রুহুলামীন দুলাল, হাফেজ মো: মজিবর রহমান, সসবপক সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসেম হাওলাদার, সাবেক সাধারণত সম্পাদক রুলামীন সিকারী প্রমূখ । মানববন্ধনে সহস্রাধিক সদস্য উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা জানান, ১৯১৯ সালে মহিপুর এসআরওএসবি সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৬০ থেকেই ৬১ টি ধর্মীয় মসজিদ,মাদরাসা, মন্দির,মকতব ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ও গরীব ছাত্রদের সাহায্য সহযোগিতা করে আসছে। কিন্তু ২০ সালে করোনাকালীন সময় অন্তবর্তীকালীন কমিটি হওয়ার পর থেকেই সকল সহযোগিতা বন্ধ করে দেয়।

বক্তারা বলেন, সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষদের বেতন চালু ও ২১ সালে গঠিত নতুন কমিটির দুর্নীতি বন্ধের দাবি জানান তারা। আরে বলেন সমিতি সাধারণসভা ও বাইল মোতাবাবেক সমিতি পরিচালনা করার আহবান করেন।
এব্যাপারে সমিতির সভাপতি মো: সোহাগ হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন সমিতির অনিয়ম দুর্নীতি একজনে বলতেই পারে তবে ধর্মীয় প্রতিষ্ঠান আাবার চালু হোক এটা আমিও চাই। শিগ্রই এগুলো চালু হবে।আর আমি সমিতির নিয়মানুযায়ী কাজ করতছি।
উল্লেখ্য, ২৮৫৮ সদস্য নিয়ে গঠিত এ সমিতির ৩৩৪ একর জমি ও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ