• শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশই জনতা জনতাই পুলিশ বোরহানউদ্দিনে ওপেন হাউজ ডে/দৈনিক ক্রাইম বাংলা।। রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে ফের শুনানি ৪ নভেম্বর,,,,দৈনিক ক্রাইম বাংলা নঈম নিজাম ও সৈয়দ বোরহানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩০ নভেম্বর,,,,,দৈনিক ক্রাইম বাংলা মঞ্চ ৭১’ অনুষ্ঠানে উত্তেজনা, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক,,,,,দৈনিক ক্রাইম বাংলা বিজিবি-বিএসএফ সম্মেলন : সীমান্তে হামলার ঘটনা শূন্যে নামিয়ে আনাসহ ১০ বিষয়ে ঐকমত্য,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা : রমজানের আগেই ভোট, ৬০ দিন আগে তফসিল,,,,দৈনিক ক্রাইম বাংলা দশমিনায় ২ লাখ ৫০ হাজার টাকার অবৈধ জাল ধ্বংস/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে খালে পাওয়া লাশের রহস্য উদঘাটন, বাবা-মা দুলাভাই’র হাতে মৃত্যু উর্মীর/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন/দৈনিক ক্রাইম বাংলা।।

কমলনগরে মডেল মসজিদ না হওয়ার কারণ জানতে চাই সাধারণ মুসল্লিরা/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ১২১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

সারা বাংলাদেশে ৩’শ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করার কথা থাকলেও লক্ষীপুরের কমলনগর উপজেলায় এখনো মডেল মসজিদের কাজ শুরু হয়নি, কবে থেকে শুরু হবে তা নিয়ে সাধারণ মুসল্লীদের মাঝে গুঞ্জন,মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র টি সরকারি ভাবে উপজেলা কমপ্লেক্সের সামনে বা আশেপাশের কোনো ফোকাস জাইগা হওয়ার সু-নির্দেশনা থাকলেও তা স্থান নির্ধারণ করা হলো হাজির হাট মধ্য বাজার সাবেক হাজিরহাট জামে মসজিদ এর জাইগায়।তাৎক্ষণিক হাজির হাট (২য় তলা)বিশিষ্ট মসজিদ টি বেঙ্গে মডেল মসজিদ করার জন্য জাইগা দেওয়ার পাঁচ বছর শেষ হওয়ার পরেও মডেল মসজিদের কাজ এখনো শুরু হয়নি

কিন্তু দুঃখের বিষয় হলো এই জায়গা মডেল মসজিদ অনুমোদন হওয়ার কারণে, সাবেক ২য় তলা মসজিদটি গত পাঁচ বছর আগে বেঙ্গে পেলে। পরে সেই জাইগার পাশে একটি একচালা টিনের ঘর নির্মাণ করে সেইখানে মুসল্লীরা নামাজ আদায় করেন।

২০১৯ সালে এখানে মডেল মসজিদ বানানোর কথা বলে ২য় তলা হাজির হাট বাজার জামে মসজিদটি ভেঙ্গে পেলা হয় কিন্তু এখন পযন্ত মডেল মসজিদ না হওয়ার কারণে, বাজারের হাজারো মানুষের মনে স্বপ্ন থেকে গেলো।এতে করে নামাজ পড়তে আসা হাজারো মুসুল্লিদের ভোগান্তিতে পড়তে হয়।

এই মসজিদটিতে প্রায় ৮শ থেকে এক হাজার মানুষ নিয়মিত নামাজ পড়ে।
প্রতিদিন যোহর ও মাগরিবের সময় জায়গার অভাবে মুসুল্লিরা অসহায়ের মতো দাড়িয়ে থাকতে হয়।

গত ২০১৯ সালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ঘোষণা করলে কাগজ পত্র বাস্তবায়ন হয়ে আসার পরে দেখা যায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের যে পরিমাণ জাইগা লাগার কথা তাতে করে সামনে আরো পুরা গল্লিসহ জাইগার প্রয়োজন এবং সামনে ব্যক্তি মালিকানা বাজার ভিটা তিন শতাংশের (৫তলা)ফাউন্ডেশনের ৩৫শ ইস্কয়ার ফিটের ৩য় তলা ভবন যা বাজার মুল্য প্রায় চার কোটি টাকা। যা সরকার বাজার মূল্যের তিনগুন প্রায় ১২ কোটি টাকা দিয়ে নেওয়ার কথা থাকলেও প্রকৃত অর্থে তার বাজার ভিটা ও ভবনের যে মূল্য তার অর্ধেক টাকা দিতে সরকার রাজি নয়,এমত অবস্থায় আতিক সুপার মার্কেটের মালিক মাষ্টার আলতাফ হোসের তার ন্যায্য মূল্য ফিরিয়ে পাওয়ার জন্য সরকারের বিপক্ষে মামলা করেন এতে করে মামলায় হাইকোট এ দায়েরকৃত রীট পিটিশন মামলা নং ৬৯২৬/২০২৩ নিস্পতি না হওয়া পর্যন্ত লক্ষীপুর জেলার কমলনগর উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের সকল কার্যক্রম স্থগিত রাখা এই আদেশ পান।

এই বিষয়ে আতিক সুপার মার্কেটের মালিক মাষ্টার আলতাফ হোসেন জানান আমি মসজিদের বিপক্ষে না আমি মসজিদের পক্ষে আছি আমি চাই আমার উপজেলায় আমার বাজারে একটি মডেল মসজিদ হোক অনেকে হয়তো জানেনা তাই মনে করে আমি মডেল মসজিদের বিপক্ষে কাজ করি,মূলত মডেল মসজিদ দেওয়ার জন্য সরকার আমার যে জমিন নিতে চাই তার ন্যাজ্য মূল্য আমি পাইনি আমার আশেপাশের যারা ভিটা জমিন বিক্রি করেছে তাদের ৮ থেকে ১০ টি দলিল আমি আদালতে জমা দিয়ে থাকি সেখানে প্রতিটি দলিলে বাজার ভিটা যারা কয়-বিক্রয় করেছে তার প্রতি শতাংশ ৭০থেকে ৮০ লক্ষ টাকা সেই তুলনায় আমার ৩ শতাংশ জমিন ও ভবন সহ প্রায় চার কোটি টাকা সেখানে সরকার আমাকে মাত্র এক কোটি ২৩ লক্ষ্য টাকা দিতে চাই তাই আমি টাকা না নিয়ে আমার ন্যাজ্য মূল্য ফিরিয়ে পাওয়ার জন্য সরকারের বিপক্ষে মামলা করি থাকি।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন কাগজপত্র বাস্তবায়ন হয়ে আসলেই কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ