• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে’ ………মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাঠের ব্রীজই লক্ষাধিক মানুষের চলাচলের ভরসা/দৈনিক ক্রাইম বাংলা।। যথার্থ জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারী রেভিনিউ পাক …..উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক/দৈনিক ক্রাইম বাংলা।। রিও প্রগতি মানবতা অ্যাওয়ার্ডে ভূষিত ‘আমরা কলাপাড়াবাসীথ সংগঠন/দৈনিক ক্রাইম বাংলা।। চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনা সদর কলাপাড়ায় বিনামূল্যে টাইফয়েড টিকা পাচ্ছে ৭২ হাজার ৪৩০ শিশু উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আইন উপদেষ্টা প্রিজাইডিং অফিসারই হবেন সেই কেন্দ্রের ‘চিফ ইলেকশন অফিসার’ : সিইসি নাসির উদ্দিন পানপট্টি-বোয়ালিয়া দুই ইউনিয়নের সংযোগ সেতুর বেহাল দশা, দুর্ভোগে হাজারো বাসিন্দা/দৈনিক ক্রাইম বাংলা।। সামছুউদ্দিন রাজুকে সভাপতি ও তারিকুল ইসলাম কে সম্পাদক করে গাজীপুর জেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র’র আংশিক কমিটি গঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

টাইগারদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাকে ‘দারুন’ হিসেবে অভিহিত করেছেন শ্রীলংকা কোচ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১২৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে তার দলের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় মোটেই নাখোশ নন শ্রীলংকা দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড। তবে কখনো কখনো এ প্রতিদ্বন্দ্বিতাটা সীমা অতিক্রম করে থাকে।
বাংলাদেশী খেলোয়াড়দের একটি ‘নাগিন নৃত্য’ লংকান খেলোয়াড়দের ক্ষুদ্ধ করলে ২০১৮ সাল থেকেই দুই দলের  খেলোয়াড়দের  মধ্যে সম্পর্কটা  সৌহার্দ্যপূর্ণ  নয়। এরপর গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের তৎকালীন অধিনায়ক  সাকিব আল হাসান  শ্রীলংকার  এ্যাঞ্জেলো ম্যাথুজকে  টাইম আউট করলে বিষয়টিকে শ্রীলংকা  ক্রিকেটের  স্পিরিট  বিরোধী  হিসেবে আখ্যায়িত করেছে।
চলতি সফরে ২-১ ব্যবধানে  তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর শ্রীলংকান খেলোয়াড়রা ‘টাইমড আউট’ উদযাপন করে খোঁচা দিলে বিষয়টি আবারো ফিরে আসে। তবে বিষয়টি নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশী খেলোয়াড়রা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে, ‘টাইম-আউট’ ঘটনা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি শ্রীলংকা, তবে তাদের বেরিয়ে আসা উচিত।
শান্ত বলেন, ‘আমি মনে করি, এটি থেকে তাদের বেরিয়ে আসা উচিত। তাদের বর্তমানে থাকা উচিত। আমরা নিয়মের মধ্যে ছিলাম (টাইম-আউট নিয়ে)। কিন্তু এটি নিয়ে তারা মেতে আছে। আমি এটি নিয়ে খুব বেশি চিন্তিত নই।’
তবে পরিস্থিতি যা তাতে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামীকাল শুরু হওয়া ওয়ানডে সিরিজেও টাইম আউট বিষয়টি বড় আকার ধারণ করবে বলেই মনে হচ্ছে।
শ্রীলংকা দলের প্রধান কোচ সিলভারউড আজ চট্টগ্রামে বলেন, ‘প্রতিদ্বন্দিতা অবশ্যই  দারুন কিছু। আমি মনে করি  আমাদের ভাল প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন। আমি যেমনটি টি-টোয়েন্টি সম্পর্কে বলেছি- এটি খুবই ভাল দিক ছিল এবং আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক কিছু ক্রিকেট খেলতে যাচ্ছি। আমি ওয়ানডে সিরিজেও  একই প্রত্যাশা করছি। আমি এটাই আশা করছি, শক্তিশালী  ক্রিকেট আশা করছি। উভয় দলই এটা চাইবে। আমার এটাই কল্পনা করা উচিৎ।’
ওয়ানডে সিরিজেও জিততে চাওয়া শ্রীলংকান কোচের বিশ্বাস সংক্ষিপ্ত ভাসনের সিরিজ জয় তাদেরকে মোমেন্টাম এনে দেবে।
তিনি বলেন, ‘অবশ্যই এ সিরিজটি আমরা আরো বেশি গুরুত্বসহকারে নিচ্ছি এবং আমি নিশ্চিত উভয় দলই সেটা করবে।  আমরা এখন একটা নতুন চক্রের মধ্যে আছি এবং আমরা একটি নিজস্ব ব্র্যান্ড তৈরি করছি, যেটা আমরা  পরের বিশ্বকাপে খেলতে চাই। এটা এমন কিছু যা আমরা দলের মধ্যে সৃষ্টি করতে চাই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ