• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচনের আগেই গণভোট বাতিল ও তিন উপদেষ্টার অপসারণ দাবি ৮ দলের,,,, দেশের সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের হাতে—আমীর খসরু,,, বাউফলে এমপি শহিদুল আলম তালুকদারের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সহধর্মিণী/দৈনিক ক্রাইম বাংলা।। কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বাউফল মদিনাতুল উলূম নুরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসা/দৈনিক ক্রাইম বাংলা।। নবগঠিত কমিটির পরিচিতি ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা,,, গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না”— বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত সনদ নিজেই লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন আহমদ,,, জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ৪৯ নওগাঁ-৪ (মান্দা) সংসদীয় আসনের ধানের শীষের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু—-দৈনিক ক্রাইম বাংলা। জুলাই গণঅভ্যুত্থানের আহত গাজী সালাউদ্দিন মারা গেছেন,,,

দশমাস ধরে প্রতিবন্ধী ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন বাবা- মা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৫৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

তুরাগ প্রতিনিধিঃ

বুদ্ধি প্রতিবন্ধী ছেলেটির নাম মিরাজ, বয়স ২০ বছর। সে ২০২৩ইং সালের জুলাই মাসের ৬ তারিখ রাতে রাজধানীর তুরাগ থানার ধউর এলাকা থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে খুঁজে পেতে দেশের বিভিন্ন জেলায় হন্য হয়ে ঘুরতেছেন তার বাবা দিনমজুর কালাম শেখ ও মা মিনা বেগম। ২৫শে এপ্রিল ২০২৪ইং তারিখ দুপুর ২টার দিকে ছেলের ছবি হাতে করে এই দম্পতিকে কান্নাকাটি করতে দেখা যায় ডিয়াবাড়ি এলাকায়। আর সেখানেই তাদের সাথে কথা হয় প্রতিবেদকের। তারা জানান, গেল বছরের জুলাই মাসের ৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে ধউর এলাকায় তাদের ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় প্রতিবন্ধী মিরাজ। তার পর থেকেই দেশের বিভিন্ন জেলায় খেয়ে না খেয়ে খুঁজে বেড়ান তাদের প্রতিবন্ধী সন্তানের খোঁজে। নিখোঁজ হওয়ার ১০মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের সন্তানকে খুঁজে পাচ্ছেন না। তাই তারা মানসিক ও শারীরিক ভাবে ভেঙ্গে পড়েছেন। পেশায় তারা দিন মজুরের কাজ করেন। তাদের গ্রামের বাড়ি পাবনা জেলার, সুজানগর থানার, বিলখেতুপাড়া গ্রামে। অভাব অনটনের কারনে প্রায় একযুগ পূর্বে বুদ্ধি প্রতিবন্ধি ছেলে মিরাজকে নিয়ে জীবিকার তাগিতে ঢাকায় আসেন। এরপর দিনমজুরে কাজ করে কোন রকম দিনযাপন করেন এবং প্রতিবন্ধী ছেলের চিকিৎসা করান। কিন্তু ছেলের শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। ছেলে নিখোঁজের বিষয়ে তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যার ডায়েরী নাম্বার ৩৯৯ তাং= ৮/০৭/২০২৩ইং। নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে ইতি মধ্যে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপনও দেন তারা। এদিকে নিখোঁজ মিরাজের বাবা- মা ঢাকা শহরের আনাচে কানাচে ও দেশের বিভিন্ন জেলায় সন্তান মিরাজকে খুঁজে বেড়াচ্ছেন। ছেলেকে খোঁজার কারনে দিনমজুর কালাম কোন কাজকর্ম করতে পারছেন না ,তাই তার কাছে কোন টাকা পয়সাও নেই। তাই তারা প্রায় সময়ই না খেয়ে এবং বেশিরভাগ পায়ে হেঁটেই সন্তানকে খুঁজে বেড়ান। সময় মতো খেতে না পাওয়ায় ও সন্তান হারানোর শোকে এই দম্পত্তি অনেকটা অসুস্থ পড়েছেন। তার পরেও সন্তানের খোঁজে ছুটে চলছেন তারা। তারা তাদের বুদ্ধি প্রতিবন্ধি ছেলে মিরাজকে খুঁজে পেতে সকলের সার্বিক সহযোগীতা চেয়েছেন এবং এই প্রতিবন্ধী ছেলেটিকে কেউ কোথাও দেখতে পেলে ০১৭৪৬ ৭০৮ ৯৭৬ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধও করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ