• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় হোটেলের ময়লা পানি ও টাংকির বর্জ্যে অতিষ্ট পর্যটকসহ এলাকাবাসী,,,দৈনিক ক্রাইম বাংলা মহিপুরে ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় মানবাধিকার কমিশন’র সভা,,,,,দৈনিক ক্রাইম বাংলা হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে,,,,,দৈনিক ক্রাইম বাংলা

বরিশাল নগরীতে ফের বেপরোয়া সিরিজ ইভটিজার বিএনপিকে কটুক্তি করা সাফা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১২০ পঠিত
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

বরিশাল প্রতিনিধি।। 

বরিশাল নগরীতে নয়া কৌশলে মাঠে নেমেছে ইভটিজার সাফা। নিজ ফেইসবুকে “বিএনপি কে চোরের দল” “পা চাটা দল”কটাক্ষ করে এবং তারেক রহমানকে উল্লেখ করে বলে” তারেক জিয়া লন্ডনে তোরা দেশে চাস কি” পোস্ট দেয় সাফা। ৫ আগস্টের পরে গা ঢাকা দিলেও বর্তমানে রয়েছে বহাল তবিয়তে। সাফা নগরীর ১৪নংওয়ার্ডের বুক ভিলা গলির বাসিন্দা ফারুক আহমেদ ও শিরিন আক্তারের পুত্র। নিজেকে মেয়েদের ক্রাস পরিচয় দিয়ে এবং রং বেরং এর পোষাক পরে টিকটক এর নামে মেয়ে পটানোই সাফার প্রধান কাজ। একে একে দুইটি বিয়ে করেও নারীলিপ্সুক সাফা ক্ষান্ত না হওয়ায় তার স্ত্রীরা তাকে ছেড়ে চলে যায়। সাফার পুরো নাম মোঃ সাফায়ত হোসেন সাফা। সে নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে নগর দাপিয়ে বেড়াত। একসময় সাদেক অনুসারী ছাত্রলীগের নেতা আরিফুর রহমান সাকিলের ক্যাডার হিসেবে নগরীর চাদমারী বটতলা চৌমাথা বাংলাবাজার এলাকায় চাঁদাবাজি সহ নানা অপরাধ মূলক কর্মকান্ড করত। এসময় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগাত রোগীর মহিলা স্বজনেকে উত্ত্যক্ত করায় তারা স্থানীয়দের সহায়তায় সাফাকে পিটিয়ে হাসপাতালের পুকুরে ফেলে দেয় পরে লাফ দিয়ে আত্মরক্ষা করে সাফা। পরবর্তীতে খোলস পাল্টে খোকন সেরনিয়াবাত এর দলে অসিম দেওয়ানের নেতৃত্বে কাজ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর প্রত্যক্ষ ভাবে ছাত্রলীগের পরিচয় হামলায় অংশ নেয় সাফা। এছাড়াও মেয়েদের ফেইসবুক আইডিতে ঢুকে নিজেকে ধনকুবের কখনও নিজেকে প্রভাবশালী দাবী করে লেখালেখি করতো। তার এহেন আচরন হতে মেয়েদের মা খালারাও বাদ যেতনা সাফার অত্যাচার হতে। নগরীর অনেক মেয়েরা সাফার ভয়ে বাসা হতে বের হয় না। লোকলজ্জার ভয়ে এনিয়ে প্রশাসনকেও জানায়নি অনেকে। ছদ্মনাম (ময়না) জানান “আমাকে বাসা হতে বের হতে দিতোনা সাফা। মা বাবা ভাইকে নিয়ে বের হলে সাফা পথে উত্ত্যক্ত করত। তার কথা না শুনলে অশ্লীল কথাবার্তা বাজে এসএমএস ও দেখে নেয়ার হুমকি দেয়। সে বলে থানা পুলিশ কোন বেপার না।” এভাবে নগরীতে অনেক মা বোন ভাবী আছেন যারা সাফার ডিজিটাল হয়রানীর শিকার। নগরীর অভিজাত রেস্তোরাঁয় ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে খেয়ে টাকা না দিয়ে চলে যেতো। কোন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পাওনা টাকা দাবী করলে তাকে মামলায় ফাঁসানোর হুমকি দেয় সাফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ