• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় হোটেলের ময়লা পানি ও টাংকির বর্জ্যে অতিষ্ট পর্যটকসহ এলাকাবাসী,,,দৈনিক ক্রাইম বাংলা মহিপুরে ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় মানবাধিকার কমিশন’র সভা,,,,,দৈনিক ক্রাইম বাংলা হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে,,,,,দৈনিক ক্রাইম বাংলা

পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় জমি দখলের চেষ্টা অতঃপর প্রাণনাশের হুমকি/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১২১ পঠিত
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

মনির হাওলাদার।।

পটুয়াখালীতে করিম মৃধা কলেজের সমাজ কল্যান বিভাগের প্রফেসর মোঃ দেলোয়ার জাহান এবং গলাচিপা উপজেলার গলাচিপা মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় অভিযোগের এস এল নম্বর ৪১৬৪/২৪ তারিখ ২৯/৯/২০২৪। থানায় অভিযোগপত্রে উল্লেখ করেন যে,মোঃ ফোরকান অহমেদ,মোঃ জসিম উদ্দিন, মোঃ আমনিুল ইসলাম, মোঃ নজির মৃধা, মোঃ ঈমানুল ইসলাম, আঃ জব্বার মৃধাসহ ১৩ জনের সমন্বয়ে ২০২৩ সালের ১৮/০৪/২৩ এবং ৩০/০৭/২৩ তারিখের ৩১৯৪,৩১৯৫,৬৭১৭ নং সাব কবলা দলিলমুলে ১১.৫০ শতাংশ জমি ক্রয় করেন। ১লা আগষ্ট জমির চারপার্শ্বে ঘেরা দাতাদের পূর্বাক্ত বাউন্ডারি ওয়ালের কিছু ভাংগা অংশের কাজ করিতে গেলে মোঃ জাকির হোসেন ও মোঃ দেলোয়ার জাহান এর নের্তৃত্বে কতিপয় স্থানীয় সংঘবদ্ধ সন্ত্রাস টাইপের লোকজন বাধার সৃষ্টি করে। ৫ আগষ্ট সরকার পরির্তনের রাতে মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের জমিতে থাকা টিনের ঘরসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যান বলে অবিযোগ পত্রে উল্লেখ করেন।

এমনকি বর্নিত লুটের দৃশ্য পাশ্ববর্তী আনোয়ারা আঃ লতিফ হাফিজিয়া মাদ্রাসার সিসিটিভি ফুটেজে রয়েছে বলে জানান। এ প্রেক্ষিতে উভয় পক্ষ দুইজন উকিলের সমন্বয়ে মীমাংসার জন্য এ্যাভোকেট মোঃ মিলন চোধুরীর চেম্বারে হাজির হয়। দলিল পত্রাদি দেখে এ্যাভোকেট মোঃ মিলন চোধুরী ও এ্যাভোকেট মোঃ নাজমুল হক আইনি মতামত মোঃ ফোরকান আহম্মেদ গং দের পক্ষে প্রদান করেন।

পরবর্তীতে মোঃ ফোরকান আহম্মেদ গং ২৭/০৯/২৪ ইং তারিখে বাউন্ডারি ওয়ালের কাজ করিতে গেলে মোঃ জাকির হোসেন, মোঃ দেলোয়ার জাহান, মোঃ মাহবুব হোসেন, মাজদো বেগমসহ ১০-১২ জন লোক কাজে বাধার সৃষ্টি করে, হুমকি দেয় এবং লেবারদের হাত থেকে মালপত্র কেড়ে নেয়, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এমনকি বিভিন্ন লোক মারফত টাকা-পয়সা দাবির বিষয়টি অভিযোগে উল্লেখ করেন। তাদের চাহিত মত চাঁদা পরিশোধ করলে তারা আর বাধার সৃষ্টি করবে না বলে জানান । মোঃ জাকির হোসনে একজন ধুরন্দর প্রকৃতির লোক, বিভিন্ন সময় নিজেকে সচিবের বন্ধু, রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি করে বেড়ায়। মোঃ দেলোয়ার জাহান করিম মৃধা কলেজের একজন শিক্ষক পরিচয়ে ছাত্রদের দ্বারা নির্যাতনের ভয়ভীতি দেখান। মোঃ মাহবুব হোসেন একজন নির্বাচন কর্মকর্তা পরিচয় দেন এবং পুলিশের ডিআইজি ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে হয়রানির ভয়ভীতি প্রদর্শন করেন। বিবাদীদের চাহিদা মত টাকা না দিলে তারা প্রান নাশের হুমকি দেন এবং তাদের সম্পত্তি হতে উৎখাত করবেন বলে জানান।


মোঃ ফোরকান আহমেদ অভিযোগ পত্রে উল্লেখ করেন যে,বর্নিত জমির হোল্ডিং নাম্বার, বিদ্যুৎ এবং পয়ঃনিষ্কাষণের সকল তথ্যাদি পটুয়াখালী পৌরসভা থেকে তাদের নামে প্রদান করা হয়েছে। বর্নিত জমিতে বহুতল ভবন নির্মানের বিষয়টি অবগত হওয়ার পর জাকির গং চাঁদার জন্য উৎপাত শুরু করে। তারা কতিপয় সরকারি চাকুরিজীবি হওয়ায় জাকির গং চাঁদার জন্য এসব প্রতিবন্ধতা সৃষ্টি করতেছে।

মোঃ ফোরকান আহম্মেদ জানান যে, দলিল দাতাগন ১৯৬৮ সাল থেকে বাউন্ডারি ওয়াল দিয়ে জমিতে ভোগ দখলে রয়েছেন । শুধুমাত্র চাঁদার টাকার জন্য বিভিন্নভাবে তাদের হয়রানি করা হচ্ছে ।

এ বিষয়ে ক্যাম্প কমান্ডার ,বাংলাদেশ সেনাবাহিনী, পটুয়াখালীতেও অভিয়োগ দেয়া আছে। বর্নিত চাদাবাজির বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করেছেনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ