• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে,,,,,দৈনিক ক্রাইম বাংলা নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরে আসা সম্ভব: তৌহিদ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে ৩৫ জন,,,,,দৈনিক ক্রাইম বাংলা কী আছে এই নতুন আইফোন ১৭ এয়ারে?,,,,,দৈনিক ক্রাইম বাংলা

বরিশালের বানারীপাড়ায় চাঁদাবাজ ও ভূমিখেকো ছিরনসহ আটক -৪/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১৬ পঠিত
আপডেট: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

বানারীপাড়া প্রতিনিধি ::

বরিশালের বানারীপাড়ার চিহ্নিত চাঁদাবাজ, ভূমিখেকো ও অবৈধ দখলবাজ উত্তরপার বাজারের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা যুবলীগ নেতা জিয়া উদ্দিন ছিরন ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী সহ মোট চারজন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলো যুবলীগ নেতা শিয়াবুল ইসলাম ফিরোজ, অপু ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির খান। এদের মধ্যে উত্তরপার বাজারের আতংক যুবলীগ নেতা জিয়া উদ্দিন ছিরন আওয়ামীলীগ সরকারের দুঃশাসনের সময় সবচেয়ে বেশি লুটপাট ও জমি দখল সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলো। গত ৫ আগষ্ট স্বৈরাচার সরকার পালিয়ে গেলে তখন ছিরন কিছু দিন গা ঢাকা দেয়। এর কিছু দিন পরে দেশের পরিস্থিতি শান্ত হলে পুনরায় ছিরন তার পূর্বের রুপে ফিরে আসে।তার এ পূর্বের রুপে ফিরে আসাতে তার দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিভিন্ন ক্ষোভের সৃষ্টি হয়। আওয়ামী সরকারের বিভিন্ন সময়ে নিরীহ বিএনপির নেতা কর্মীরা ওই ছিরনের হামলা মামলার শিকার হয়েছিলেন। এ সমস্ত হামলার ঘটনায় তৎকালীন সময়ে বিএনপি নেতা আনিস মৃধা তখন মামলা করেও কোন সুফল পায়নি। সরকার পতনের পরে আওয়ামী বাহিনী কর্তৃক সে সময়ের বিভিন্ন হামলা, ছিনতাই, বালুর ড্রেজারে অগ্নি সংযোগ সহ বসতবাড়িতে লুটপাটের ঘটনায় বরিশালে আদালতে একটি মামলা দায়ের করেন আনিস মৃধা। সেই মামলায় ১৩ অক্টোবর দুপুরে বানারীপাড়া বন্দর বাজার থেকে ছিরন ও মনিরকে এবং চাখার থেকে ফিরোজ ও অপুকে গ্রেফতার করে থানা পুলিশ । এদিকে মামলার বাদী আনিস মৃধা জানান, জিয়া উদ্দিন ছিরন তার(আনিস মৃধার) ২টি বালুর ড্রেজার লুট করে নেয়। তিনি আরও বলেন ২০০৫ সালে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সরকারি খাল ভরাট করে বহুতল ভবন নির্মান করে এখনো অবৈধভাবে তা দখলে আছেন। এছাড়াও থানা সংলগ্ন আই আর ডিপি অফিসটি দীর্ঘ ২০ বছর দখলে রাখা সহ ফেরীঘাটে ৩টি দোকান ও লঞ্চ ঘাটের কাছে বেশ কিছু জমি জবরদখলে আছে। মামলার বাদী আনিস মৃধা মামলার অন্য আসামিদের মধ্যে অন্যতম দুই আসামি রফিক মেম্বার ও তার ভাতিজা অপুকেও দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এ ব্যাপারে ওসির দায়িত্বে থাকা বানারীপাড়া থানার ওসি(তদন্ত) মো: মমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মনির ও ছিরন উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম মৃধার দায়েরকৃত ইটভাটা ভাংচুর, চাদাবাজি ও লুটপাট মামলায় এবং ফিরোজ ও অপুকে সাবেক বিএনপি নেতা আনিচ মৃধার দায়েরকৃত ভাংচুর, লুটপাট মামলায় আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। ওইদিন বিকেলে গ্রেফতারকৃত চার আসামীকে বরিশাল কোর্ট হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ