• রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিপদের বন্ধু ঘরের ডাক্তার, তার নাম গ্রাম ডাক্তার” — কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভায় মানবতার সেবায় ঐক্যবদ্ধ গ্রাম চিকিৎসকরা,,,, দৈনিক বাংলাদেশ বাণীর শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,,, বাউফলে হাতপাখার প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে এক হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন,,,, শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস,,, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা যমুনায় যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ,,, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,, কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত,,, নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,,, নির্বাচনের নিরপেক্ষতা রক্ষায় বিতর্কিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বাদ দিতে ইসিতে দাবিপত্র,,,, বিএনপি মহাসচিবের অভিযোগ, কিছু রাজনৈতিক দল সঠিক সময়ে নির্বাচন না চাওয়ার চেষ্টা করছে,,,

এবার শ্রাবন্তী, নুসরতের সঙ্গে জুটি বাঁধছেন স্বস্তিকা,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৪১ পঠিত
আপডেট: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নুসরত জাহান, জুন মালিয়াদের সঙ্গে জুটি বাঁধছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এমন খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় হইচই। অনেকেই মুখ চাওয়াচাওয়ি করে ভাবছেন ব্যাপার কী! শ্রাবন্তী-নুসরত-জুনদের সঙ্গে কী করছেন স্বস্তিকা? তাহলে বিষয়টা খোলসা করেই বলা যাক। এবার টলিউডে মেয়েবেলা উদযাপনের ছবিই বানাচ্ছেন পরিচালক রাজর্ষি দে। ছবির নাম ‘ও মন ভ্রমণ’। ‘দিল চাহতা হ্যায়’, ‘জিন্দেগী না মিলেগি দোবার’-র মতো ছবিগুলি আপনারা হয়ত অনেকেই দেখেছেন, এটাও খানিকটা সেই ধারারই একটা ছবি বললে হয়তবা ভুল হয় না। আর সেই ‘ও মন ভ্রমণ’ ছবিতেই দেখা যাবে শ্রাবন্তী-নুসরত-স্বস্তিকাদের। ছবির গল্পে মেয়েবেলার ৪ বন্ধুর স্কুল শেষের পর যোগাযোগ ছিন্ন হয়ে যায়। তবে সময়ের চক্রে তাঁরা আবারও মুখোমুখি হবেন। জীবনের নানান ওঠাপড়া নিয়েই এই গল্পের বুনন। তবে ছবিকে দারুণ একটা চমক রয়েছে। আসলে গল্পটা কিন্তু তিন নয়, ৪ মহিলাকে নিয়ে। আর এই চতুর্থজনের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তথা কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। ছবির গল্পে এই বন্ধুদের স্কুল শেষের পর আর কখনও দেখা হয়নি। জীবনের নানান জটিলতায় তাঁদের পথ ভিন্ন ভিন্ন পথে মোড় নিয়েছে। যোগাযোগও বন্ধ হয়ে গিয়েছে। তবে এই ৪ বন্ধু কেউ চাকুরীরত, কেউ ব্যবসা করেন, কেউ আবার অন্যকিছু। তবে তাঁদের সকলেরই একটা বিষয়ে মিল রয়েছে, সেটা হল একাকীত্ব। এই পরিস্থিতিতে বিদেশের মাটিতে হঠাৎই তাঁদের ৪ জনের ফের দেখা হয়ে যায়। জমে থাকা জটিলতা কাটিয়ে নতুন করে পথচলা শুরু করে তাঁরা। বন্ধুত্বই মুছে দেয় তাঁদের একাকীত্ব। ‘ও মন ভ্রমণ’ ছবিতে বিজনেস টাইকুন মনীশ সিং-এর স্ত্রী শ্রুতির ভূমিকায় দেখা যাবে নুসরতকে। আবার তাঁদের কোম্পানিতেই চাকুরী করেন ‘নন্দিনী’ স্বস্তিকা। ছবিতে রুলিং পার্টির এমএলএ অদ্রিজার চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। আর অনন্যা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক হয়ে ধরা দেবেন। এই চারজন ছাড়াও এছবিতে তারকার মেলা। দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, জুন মালিয়ার মতো তারকা ব্যক্তিত্বকে। এদিকে আবার টলিউডের এই ছবির সঙ্গে বলি যোগও রয়েছে। শোনা যাচ্ছে নুসরত জাহানের বিপরীতে দেখা যাবে সাহিল ফুলকে। হিন্দি টেলিভিশন দুনিয়ার অতি পরিচিত মুখ সাহিল। এই প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ