• মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই যুদ্ধো পরিবারের সাথে মতবিনিময় করেন -হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে স্বাস্থ্য কমপ্লেক্স অ্যাম্বুলেন্স চালকের যতো অনিয়ম, এখন অবহেলায় রোগীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। বরগুনা জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা নজরুল ইসলাম মোল্লা আহবায়ক হুমায়ুন হাসান শাহীন সদস্য সচিব নির্বাচিত/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালীর দশমিনায় ‘অপারেশন ডেভিল হান্ট’: ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। ‘আমার ছেলেরা এটা দিয়ে দুই পয়সা রোজগার করে, তুই কেন ডিও ছাড়াইলি?/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে গলায় কলা আটকে ৪ বছরের শিশুর মৃত্যু!/দৈনিক ক্রাইম বাংলা।। মুক্তিযোদ্ধার পক্ষের দল বিএনপি – হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে মামলা করে বিপাকে পড়েছেন মামলার বাদী শামসুন নাহার/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে অপ্র-প্রচারের প্রতিবাদে বিএনপির নেতার সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,দৈনিক ক্রাইম বাংলা

দোকান ভাড়া পরিষদ না করায় দোকান মালিকের অভিযোগ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৮১ পঠিত
আপডেট: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

রুবেল হোসেন ঃরাজারবাগের সবুজবাগ থানাধীন ৫নং ওয়ার্ডের আমি ভুক্তভোগী মোঃ ইসমাইল সরদার। আমার নিজ বাড়ি ২৯/১ রাজারবাগ। আমার বাড়ির নীচ তলায় আবুল কাশেম, পিতা: মৃত- মফিজ উদ্দিন রেস্টুরেন্ট ভাড়া নেয়। এবং তার ছেলে পরিচয় দিয়ে আমার দোকান পরিচালনার দায়িত্ব দেয়। নয় মাসের মধ্যে দোকান ভাড়া ঠিক মতো ৬ মাস পরিশোধ করে। কিন্তু বর্তমানে তিন মাসের দোকান ভাড়া বকেয়া রয়েছে। সে আমাকে ২৪/১১/২৪ইং তারিখ দোকান ভাড়া তিন মাসের পরিশোধ করার আশ্বাস দেয় কিন্তু ২৩/১১/২৪ তারিখে সে বাসা এবং দোকানে তালা দিয়ে পালিয়ে যায়। আমি তাৎক্ষণিক আমার রাজারবাগের বাড়িতে আসি। পরবর্তীতে আমি

সবুজবাগ থানায় একটি সাধারণ ছবিসহ। জায়গা জমির ব্যবসার নাম ডায়েরি করি। তার নামে এলাকার করে মানুষের কাছ থেকে টাকা বিভিন্ন লোকের কাছে নানান অভিযোগ নিতো। মসজিদের ইমাম থেকে শুরু শুনতে পাওয়া যায়। জমি বিক্রি করবে করে নিম্ন শ্রেণির লোক কাউকে সে বলে মোটা অংকের টাকা নিয়ে বাদ দেয়নি। আমি চাই কেউ যেন এই পালিয়ে যাওয়ার অভিযোগও তার প্রতারক চক্রের সাথে মিশে ক্ষতির বিরুদ্ধে রয়েছে। এরা পুরো পরিবার সম্মুখীন না হয়। কেউ যদি এদের একটি প্রতারক চক্রের সাথে জড়িত। সন্ধান দিতে পারেন তাহলে আমার। তার নাম মোবারক এবং তার স্ত্রী-পুত্র ঠিকানায় যোগাযোগ করবেন৷ ছবিসহ। জায়গা জমির ব্যবসার নাম করে মানুষের কাছ থেকে টাকা নিতো। মসজিদের ইমাম থেকে শুরু করে নিম্ন শ্রেণির লোক কাউকে সে বাদ দেয়নি। আমি চাই কেউ যেন এই প্রতারক চক্রের সাথে মিশে ক্ষতির সম্মুখীন না হয়। কেউ যদি এদের সন্ধান দিতে পারেন তাহলে আমার ঠিকানায় যোগাযোগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ