• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে,,,,,দৈনিক ক্রাইম বাংলা নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরে আসা সম্ভব: তৌহিদ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে ৩৫ জন,,,,,দৈনিক ক্রাইম বাংলা কী আছে এই নতুন আইফোন ১৭ এয়ারে?,,,,,দৈনিক ক্রাইম বাংলা

পত্রিকায় সংবাদ প্রকাশের পর ভাঙ্গারী চোরাই চক্রের দুই সদস্য আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৭৪ পঠিত
আপডেট: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
oplus_2

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে উঠেছে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা। এ ধারাবাহিকতায় কলাপাড়ায় ভাঙ্গারী চোরাই চক্রের দুই সদস্যকে তামা চুরি করার সময় আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার ধালাখালী ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন। আটককৃত মোকসেদ হাওলাদার পশ্চিম টিয়াখালী গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে এবং মো. মোরসালিন পশ্চিম রজপাড়া গ্রামের মোঃ আলী হোসেনের ছেলে।

জানা যায়, ২০১৬ সাল থেকে রাজনৈতিক দলের প্রত্যক্ষ নিয়ন্ত্রনে এ অবৈধ বানিজ্য চলে আসছে। পায়রা প্লান্টের একটি অসাধু চক্র ভাঙ্গারী চোরাই বানিজ্যে সরাসরি জড়িত থাকার গুনজন আলোচনার চাউর হয়ে উঠেছে।  দীর্ঘদিন যাবৎ কলাপাড়ার বিভিন্ন মেঘা প্রকল্প থেকে একটি চক্র স্টিল,তামা, লোহা লক্কর ফ্রী স্টাইলে চোরাই পথে বিভিন্ন ধরনের মালামাল চুরি করে ভাঙ্গারী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে। এতে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হচ্ছে। কলাপাড়া, মহিপুর, আলীপুর, নোমরহাট সহ সকল হাটবাজারে চোরাই ভাঙ্গারী বিক্রি চলছে বহাল তবিয়তে। বিরামহীন অবৈধ বানিজ্যে কোটি কোটি টাকা হাতিয়ে আঙুল ফুলে বটগাছ হবার প্রতিযোগীতায় লিপ্ত রয়েছে। ধানখালীর গিলাতলা চোরাই স্পটে তাপবিদ্যুৎ কেন্দ্র সীমানা প্রাচীরে একাধিক সুরঙ কেটে চোরাই মালামাল পাচার করা হয়। তবে, আইন প্রয়োগকারী সংস্থা তৎপর হওয়ায় সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছে।

এ ব্যাপারে তাপবিদ্যুৎ কেন্দ্র পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রে তামা কাটার মেশিন দিয়ে তামা কেটে চুরি করার সময় দুইজনকে আটক করে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম জানান, তামা কাটার মেশিন ও তামা সহ দুইজনকে আটক করা হয়েছে। তাদেরকে আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ