• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে,,,,,দৈনিক ক্রাইম বাংলা নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরে আসা সম্ভব: তৌহিদ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে ৩৫ জন,,,,,দৈনিক ক্রাইম বাংলা কী আছে এই নতুন আইফোন ১৭ এয়ারে?,,,,,দৈনিক ক্রাইম বাংলা

ইউএনও’র বিদায়ে কাঁদলেন এলাকাবাসী/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৪৭ পঠিত
আপডেট: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

এস এম নাসির মাহামুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
নিজে কাঁদলেন, অন্যদেরও কাঁদালেন। সহকর্মী ও উপজেলাবাসীর কাছ থেকে অশ্রুসিক্ত বিদায় নিলেন বরগুনা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম।
বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিদায়বেলায় দেখা গেলো হৃদয়বিদারক এক দৃশ্য। এই কর্মকর্তা পদোন্নতি পেয়ে চলে যাচ্ছেন – এ খবরে উপজেলা চত্বরে উপস্থিত বেশিরভাগ মানুষের চোখেই ছিল অশ্রুসিক্ত। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় আবেগঘন এক পরিবেশ।
এ সময় উপজেলা পরিষদে সর্বস্তরের মানুষ জড়ো হয়ে তার গাড়ির গতিরোধ করে যেতে বাঁধা প্রদান করে। পরবর্তীতে ৪ ঘন্টা পারে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি উপজেলা চত্বর ত্যাগ করেন।
জানা যায়, ২০২২ সালের ১১ ডিসেম্বর মুহাম্মদ আশরাফুল আলম আমতলী উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালন করেন ২ বছর ৪ মাস। অল্প দিনের মধ্যেই তার সততা ও দক্ষতায় কঠোর প্রশাসকের সুনাম- সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। উন্মুক্ত হয়ে যায় তার কার্যালয়ের মুল ফটক। সকল শ্রেনীর মানুষের আশ্রয়স্থল হয় তার কার্যালয়ে। তাকে কাজে মানুষের হৃদয়ে স্থান করে নেন ইউএনও। তার এমন কর্মদক্ষতায় পাল্টে যায় আমতলীর দৃশ্যপট। আমতলী উপজেলার অন্তত অর্ধ লাখ প্রান্তিক জনগোষ্ঠির সেবা দিয়েছেন তিনি। যা আমতলীর ইতিহাসে বিরল। তার এমন অভুতপুর্ব কাজে খুশি আমতলী উপজেলার সর্বস্তরের মানুষ।
স্থানীয় সংবাদকর্মী ও প্রভাষক মো. জয়নুল আবেদীন বলেন, এমন মানবিক গুণসম্পন্ন ইউএনওর কথা ভোলা যায় না। তার সততা, কর্মনিষ্ঠায় আমি মুগ্ধ। তার মতো ইউএনও যদি প্রতিটি উপজেলায় থাকত, তাহলে মানুষ অতি সহজে সেবা পেত।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, আমতলী উপজেলায় যে কাজ করেছি, তা সম্ভব হয়েছে এলাকার সাধারণ মানুষ ও সহকর্মীদের সহায়তায়। যে কাজটি করেছি আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে করার চেষ্টা করেছি। বদলিতো চাকরিরই অংশ। তবে আমতলী বাসির মন জয় করতে পেরেছি এটাই বড় পাওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ