নামঃমোঃ ইব্রাহীম
পড়াশোনাঃ কিতাব খানা (আলহাজ্ব হযরত মাওলানা মরহুম আঃ বারী ” বড় হুজুর রঃ”কর্তৃক প্রতিষ্ঠান)
পিতাঃমোঃ কালাম
বয়সঃ১২
গ্রামঃরমাগঞ্জ ৬নং ওয়ার্ড রায়চাঁদ,লালমোহন,ভোলা।
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাছ থেকে পরে ভাইটির ২ টি পা ভেঙে হাড় বেড়িয়ে গেছে।
গত ০১-১০-২০২০ তারিখ হতে রাহাত আনোয়ার হাসপাতাল বরিশাল ভর্তি আছেন। পরিবারের সকলে চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক ও মানসিক ভাবে ভেঙে পড়েছে।
তাঁর চিকিৎসা এর জন্য প্রায় ২ লাখ টাকার প্রয়োজন। পরিবার টি একেবারেই নিম্নবিত্ত, তাই সকলের কাছে অনুরোধ এই ভাইটি যাতে সুস্থ হয়ে যেতে পারে তাই আপনারা কিছু অর্থ দিয়ে তার পরিবার কে সাহায্য করুন।
আপনাদের ছোট্ট ছোট্ট সাহায্য বদলে দিতে পারে ইব্রাহীম ভাই এর জীবন । সকলের কাছে অনুরোধ আপনারা আপনাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিন । টাকার অঙ্কটা ছোট হলেও ক্ষতি নেই , বিন্দুতেই তো সিন্ধু হয় ।
আসুন না, সবাই মিলে একসাথে যে যার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেই।
সাহায্য করার মাধ্যম :-
বিকাশ : ০১৭১৮১৫৫৭৮৬ (পারসোনাল)
একটা কথা মাথায় রাখবেন- “সৎ কাজ সৎ মানসিকতাই মনুষ্য জীবনের সফল চাবিকাঠি”।
যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন আর শেয়ার করে সকলকে অসহায় শিশুটির পাশে দাড়ানোর সুযোগ করে দিন।
যোগাযোগ করার মাধ্যম :-+8801766809750 (ছেলের বাবা)