• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

এবার দক্ষিণ লেবানলে বিমান হামলা চালাল ইসরায়েল,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১১৮ পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্যের দক্ষিণ লেবাননের একাধিক স্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে একজন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আহত অন্তত ২০ জন। এমটাই প্রকাশ পেয়েছে শুক্রবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে।

লেবানন কর্তৃপক্ষ বলছে, শুক্রবার দক্ষিণ লেবাননের একাধিক স্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে অন্তত এক নারীর মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান আলি আল-তাহের, কফার তেবনিত এবং নাবাতিয়েহ আল-ফোকার বনাঞ্চল ও পার্বত্য এলাকায় কনকাশন রকেট হামলা চালিয়েছে। এই রকেট বিস্ফোরণে সৃষ্ট প্রচণ্ড শব্দ দূর-দূরান্ত পর্যন্ত শোনা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রথম দফা হামলার ১০ মিনিটের মধ্যেই ইসরায়েলি বিমানগুলো একই এলাকায় আবারও বোমাবর্ষণ করে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি পরিচালনা কেন্দ্র জানিয়েছে, নাবাতিয়েহ শহরের একটি আবাসিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় এক নারী নিহত এবং আরও ১১ জন আহত হন। এর আগে দক্ষিণ লেবাননের অন্যান্য এলাকায় ইসরায়েলি হামলায় আরও ৪ জন বেসামরিক নাগরিক আহত হন। সব মিলিয়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।

ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে বলছে, তারা দক্ষিণ লেবাননের মাউন্ট শকিফ-এ হিজবুল্লাহর একটি স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, হিজবুল্লাহ ওই ঘাঁটি পুনর্গঠনের চেষ্টা করছিল। হিজবুল্লাহ এখনো এই হামলা বা ইসরায়েলি দাবি সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, ইসরায়েল ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে লেবাননে আক্রমণ শুরু করে। পরবর্তীতে এ হামলা ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয়। সরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত চার হাজার জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ১৭ হাজার মানুষ আহত এবং প্রায় ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে চুক্তি উপেক্ষা করে ইসরায়েল প্রায় প্রতিদিনই দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের দাবি, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল প্রায় ৩ হাজার বার চুক্তি লঙ্ঘন করেছে। এতে কমপক্ষে ২০৮ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছে।চুক্তি অনুযায়ী, ইসরায়েলের দক্ষিণ লেবানন থেকে ২৬ জানুয়ারি ২০২৫-এর মধ্যে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা ছিল। তবে তেলআবিবের অনীহার কারণে সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। তবু এখনো ইসরায়েল পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক অবস্থান বজায় রেখেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ