বোরহানউদ্দিন প্রতিনিধি :
বোরহানউদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ডে রণজিৎ পোদ্দারের বাড়ীতে (১৬ আগষ্ট ২৫) ভক্তদের মধ্যে বস্ত্র বিতরন করেন। পরিচালনা বিশ্বজিৎ জুয়েলার্স।এসময় উপস্থিত ছিলেন পৌর ৫নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সাইদুর রহমান লিটন বলেন -আপনারা আপনাদের ধর্ম পালন করেন কোন প্রকারে ভয়ভীতি নেই। আমাদের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম আপনার জানমালের নিরাপত্তার দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। ভক্তদের উদ্দ্যাশে রণজিৎ পোদ্দারের ছোট ছেলে বলেন আমরা প্রতি বছর মনসা পূজা করে থাকি। এছাড়া তার পরিবারের সকলেই উপস্থিত ছিলো।