• শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশই জনতা জনতাই পুলিশ বোরহানউদ্দিনে ওপেন হাউজ ডে/দৈনিক ক্রাইম বাংলা।। রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে ফের শুনানি ৪ নভেম্বর,,,,দৈনিক ক্রাইম বাংলা নঈম নিজাম ও সৈয়দ বোরহানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩০ নভেম্বর,,,,,দৈনিক ক্রাইম বাংলা মঞ্চ ৭১’ অনুষ্ঠানে উত্তেজনা, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক,,,,,দৈনিক ক্রাইম বাংলা বিজিবি-বিএসএফ সম্মেলন : সীমান্তে হামলার ঘটনা শূন্যে নামিয়ে আনাসহ ১০ বিষয়ে ঐকমত্য,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা : রমজানের আগেই ভোট, ৬০ দিন আগে তফসিল,,,,দৈনিক ক্রাইম বাংলা দশমিনায় ২ লাখ ৫০ হাজার টাকার অবৈধ জাল ধ্বংস/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে খালে পাওয়া লাশের রহস্য উদঘাটন, বাবা-মা দুলাভাই’র হাতে মৃত্যু উর্মীর/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন/দৈনিক ক্রাইম বাংলা।।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে সংবর্ধনা দিয়েছে কলাপাড়া প্রেসক্লাব/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৬০ পঠিত
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

মো.নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আইয়ুব ভূঁইয়া কে সংবর্ধনা দিয়েছে কলাপাড়া প্রেসক্লাব। শনিবার সকাল ১১ টায় প্রেসক্লাবের ইঞ্জি: তৌহিদুর রহমান (সি আই পি) মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাসুম, কলাম লেখক মীর আবদুল আলীম ও বিশিষ্ট সাংবাদিক সাহাবুদ্দিন সিকদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুল আলম, মো.হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, সদস্য এ্যাড গোফরান বিশ্বাস পলাশ, সাবেক দফতর সম্পাদক মিলন কর্মকার রাজু, প্রভাষক চঞ্চল সাহা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.রাসেল কবির মুরাদ, রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এসকে রঞ্জন। এ-সময় কলাপাড়া প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কমর্রত গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আইয়ুব ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী। এ সময় প্রধান অতিথির সফরসঙ্গীদের উত্তরিয় পড়িয়ে সন্মাননা করা হয়।
সভায় প্রধান অতিথি বলেন, মফস্বল সাংবাদিকদের নানা প্রতিবন্ধকতার সাথে লড়াই করে টিকে থেকে সংবাদ প্রেরণ করতে হচ্ছে, তেমনি নিয়মিত হুমকি, ধামকি সহ্য করতে হচ্ছে। সারাদেশে অহরহ সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে। তাই সাংবাদিকদের সুরক্ষায় জাতীয় প্রেসক্লাব কাজ করে যাচ্ছে। একই সাথে সকল সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দফতর সম্পাদক মো. জসিম পারভেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ