• বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাউফলে পৃথকভাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় বিরোধকে কেন্দ্র করে হামলা, তিনজন আহত/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে পান-সুপারির দোকানদার মুছা যখন ইয়াবা কারবারি/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালীতে লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের পুনর্বাসন পল্লীর বাসীন্দাদের সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে কলাপাড়া শহর/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় লামিয়া হত্যা।। নিরীহদের মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কোনো ষড়যন্ত্র বিএনপিকে থামাতে পারবে না। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে -হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।। ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, নতুন বিধান যুক্ত,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় টিম সিগমা স্পোটিং ক্লাব’র কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।।

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের পুনর্বাসন পল্লীর বাসীন্দাদের সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৩ পঠিত
আপডেট: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

মো. নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থ পরিবারের পুনর্বাসন পল্লীর ‘স্বপ্নের ঠিকানাথ বাসীন্দারা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন “স্বপ্নের ঠিকানা” পল্লীর পরিচালনা কমিটির সভাপতি অলিউডর রহমান।
তিনি বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের নামে অতি সম্প্রতি ছাত্র অধিকার পরিষদের নেতা রবিউল আউয়াল অন্তরের সড়ক ব্লকেড কর্মসূচির সাথে তাঁদের কোন সম্পৃক্ততা নেই। ইতিপূর্বে সে আমাদের অবহিত করে কোন কর্মকান্ড করেনি। আমরা ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা ঘরের দলিল হস্তান্তর, কর্মসংস্থান, আবাসন পল্লীর ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কারসহ যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে একাধিক আলোচনা এবং মতবিনিময় সভা করেছি। এসব সমস্যা সমাধানের প্রক্রিয়ায় যথাযথ অগ্রগতি হয়েছে। কিন্তু রাজনৈতিক ফায়দা কে সামনে রেখে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবির সঙ্গে অযৌক্তিক এবং ব্যক্তিগত কিছু ইস্যুকে যুক্ত করে রবিউল আউয়াল অন্তর ভিন্ন পন্থা অবলম্বন করে যাচ্ছেন। যার প্রেক্ষিতে রাষ্ট্রের সর্ব বৃহৎ পায়রা বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কাজকর্ম কে অস্থিতিশীল করে তুলছে বলে আমরা মনে করছি। এর কারণে সৃষ্ট কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য পুনর্বাসন পল্লীর কোন সদস্যরা দায়ী থাকবেন না বলে অলিউডর রহমান জানান।
এসময় পুনর্বাসন পল্লীর বাসীন্দা “স্বপ্নের ঠিকান” সাবেক সভাপতি মোঃ সালেক হাওলাদার, সহসভাপতি মোঃ হেলাল মৃধা, ইদ্রিস মোল্লা, মোঃ খলিল মোল্লা সহ জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ধানখালীর বাসীন্দা রবিউল আউয়াল অন্তর আট দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৮ আগস্ট সংবাদ সম্মেলন করে সাত দিনের সময় বেধে দিয়ে সড়ক ব্লকেড কর্মসূচির আল্টিমেটাম দেন। এর প্রেক্ষিতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি সুপারভাইজর রাশেদুল ইসলাম সোমবার রাতে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার কারণে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা তাদের অবস্থান পরিষ্কার করতে এই সংবাদ সম্মেলন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ