
এস এম নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনা-১ আমতলী,তালললি,বরগুনা সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মোঃনজরুল ইসলাম মোল্লার নির্বাচনী উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে হলদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান আওয়ামী লীগ সভাপতি মোঃ মতি ডিলার করায় বিএনপি মূর্তি ক্ষুন্ন হয়েছে বলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ প্রকাশ করছে। হলদিয়া হাট বিএনপি ত্যাগী নেতা মতিয়ার রহমান জানান আওয়ামী লীগ সভাপতি মতি ডিলারকে এনে কেন বিশেষ অতিথি বানানো হলো এর জবাব চাই। এ ছাড়া হলদিয়া ইউনিয়নের একাধিক ব্যক্তি জানিয়েছেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ মকবুল আহমেদ খান হলদিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তার ফায়দা হাসিলের জন্য বরগুনা -১ বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব নজরুল ইসলাম মোল্লার ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকের নাম করে মাইকিং করে লোকজড়ো করে।হলদিয়ার রাওগা আলী গাজী বাড়ী ।সেখানে ধানের শীষের প্রার্থী জনাব নজরুল ইসলাম মোল্লা না আসায় সেখানে মকবুল আমমেদ খান হলদিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণায় তিনি নিজের ভোট চেয়ে বক্তব্য রেখেছেন। মকবুল আহমেদ খান নজরুল ইসলাম মোল্লার ধানের শীষের ভোট না চাওয়ায় জনমনে বিভাজন ও ক্ষোভ প্রকাশ করেছেন। সত্যতা যাচাই করার জন্য একাধিক নেতাকর্মীরা মকবুল আহমেদ খানের ভিডিও রেকর্ড ও আওয়ামী লীগ সভাপতি মো, মতি ডিলারের ছবি বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব নজরুল মোল্লার কাছে পাঠিয়েছেন।