• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিডফোর্টের ব্যবসায়ী সোহাগে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা মেম্বার হারুন মৃধা আটক/দৈনিক ক্রাইম বাংলা।। সিরাজদিখানে ছাত্রী ধর্ষণচেষ্টা মামলার আসামী প্রধান শিক্ষক বিদ্যালয়ে জোরপূর্বক অনুপ্রবেশ, স্থানীয়দের ক্ষোভ!/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালী জেলায় ৪ স্কুলের সবাই ফেল, জেলায় গড়ে পাসের হার ৫৫.৭২ শতাংশ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন প্রেসক্লাবের সম্পাদকের পুত্রের সাফল্য/দৈনিক ক্রাইম বাংলা।। জারিরদোনা ও তুলাতুলি খাল খনন নিয়ে জনমনে অসন্তোষ ,জলাবদ্ধতায় বিপন্ন কমলনগরের জনপদ/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকার রাস্তায় দেশীয় প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর উদ্যোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ১৫ আগস্ট থেকে কার্যকর হচ্ছে সিম ব্যবহারের নতুন নিয়ম,,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে বৈঠকে ভালো ফলাফল প্রত্যাশা অর্থ উপদেষ্টার,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা


বইমেলায় সাংবাদিক নুরুল আমিনের বই জীবন জেগে থাকে প্রকাশিত /দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৬৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১


লালমোহন প্রতিনিধিঃগভীর সাহিত্যানুরাগী ও অসাধারণ প্রতিভার একজন আলোকিত মানুষ লালচান খ্যাত লেখক মো. নুরুল আমিনের লেখা বই ‘জীবন জেগে থাকে’ ২০২১ অমর একুশে বইমেলায় নিয়ে আসছে বাডস প্রকাশনী। বইটি বাংলা একাডেমি প্রাঙ্গণে ৭৩৬ নং স্টলে পাওয়া যায়। মূল্য ৪০০ টাকা। তিনি নিবেদিত প্রাণের একজন কলম সৈনিক। তার রয়েছে বহুমুখী প্রতিভা। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তার হাত রয়েছে। তিনি কর্মজীবনে একজন পেশাদার সাংবাদিক। তিনি একজন আদর্শবান মানুষ। একজন মেধাবী লেখক, সাংবাদিক, কলামিস্ট, কবি, নাট্যকার, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, গল্পকার ও সংস্কৃতিজন হিসেবে তার যথেষ্ট সুনাম আছে। তিনি ১৯৭৬ সালের ১ এপ্রিল লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ড, বালুরচর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত তোফায়েল আহাম্মদ ও মাতা মৃত আম্বিয়া খাতুন। তারা অত্যন্ত ধার্মিক ও ভালো মানুষ ছিলেন। ছোটোবেলা থেকেই তিনি লেখালেখি করেন। তার প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন অঙ্গীকার নাট্যমীর পরিবেশনায় তার রচিত অনেক নাটক মঞ্চায়ন হয়েছে। নাটকে তিনি অভিনয় করতেন এবং নির্দেশনা দিতেন। কবি ও লেখকদের নিয়ে গঠিত উপকূল সাহিত্য সংসদ, ভোলা সংগঠনে তিনি সহসভাপতি ও লালমোহন প্রেসক্লাবের সদস্য। স্বরচিত কবিতা পাঠ ও কবিতা প্রতিযোগিতায় তিনি উসাস থেকে সম্মাননা স্মারক ও সনদ পেয়েছেন। সাহিত্য চর্চায় তার দক্ষতা ও পরিপক্বতা প্রশংসনীয়। তিনি জীবনের অনেক ঘাত-প্রতিঘাত ও চড়াই-উতরাইয়ের মধ্যেও লেখালেখি অব্যাহত রেখেছেন। তিনি নিবিড় মনে সাহিত্যচর্চা করেন। ‘জীবন জেগে থাকে’ প্রবন্ধগ্রন্থ  তার চতুর্থ প্রকাশনা। এর আগে তার লেখা প্রবন্ধগ্রন্থ জেগে উঠি জাগিয়ে তুলি, কবিতার বই ভালবাসা মরে না ও প্রেয়সী প্রকাশিত হয়েছে। তিনি সমাজ হিতৈষী ও মানবতাবাদী একজন লেখক। তিনি তার লেখায় প্রাণময় তুলির টানে প্রেম-প্রকৃতি, বিরহ-যন্ত্রনা, জীবন-জীবিকা, সমাজ-সংস্কৃতি, অনিয়ম-অসঙ্গতি, পরিবেশ, দর্শন, শিক্ষা, সভ্যতা, ইতিহাস-ঐতিহ্য ও সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনিসমাজে বিরাজমান নানা রকম সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও অসঙ্গতির চিত্র তুলে ধরার চেষ্টা করছেন এবং এসবের প্রতিকার কামনা করেছেন।সাহিত্য জগতে দিগন্ত জয়ের চিরস্বপ্ন বুকে নিয়ে তিনি নিবেদিত প্রাণে কাজ করছেন। আলাপকালে তিনি জানান, পাঠক যদি তার বই হৃদয় দিয়ে গ্রহণ করেন, তবেই তার লেখা সার্থক হবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করি   দৈনিক ক্রাইম বাংলা পরিবার এর পক্ষ থেকে  ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ