• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধান্ত নেওয়ার আগেই থেমে গেল লামিয়ার জীবন’- মায়ের আহাজারি/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে রাস্তা ও এপ্রোচ সড়ক নিজস্ব অর্থায়নে মেরামতের উদ্বোধন করলেন বিএনপি নেতা আবদুল হালিম/দৈনিক ক্রাইম বাংলা।। ফিলিস্তিনে মুসলামদের গণহত্যা প্রতিবাদে বোরহানউদ্দিনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট উদ্যাগে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। ভান্ডারিয়ার বিএনপি থেকে বহিষ্কৃত মাসুমের খুটির জোর কোথায়/দৈনিক ক্রাইম বাংলা।। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা দোহা থেকে সরাসরি রোমে যাবেন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা ২৭২২ ফুট উচ্চতা থেকে লাফ দিলেন ফ্লোরেন্স পিউ!,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কাশ্মীরে জঙ্গি হামলা: সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ, আতঙ্কে কাশ্মীর,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা আরাকান আর্মির ভিডিও যে হারে এসেছে সেটি সঠিক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলল ৭টি হল,,,,,দৈনিক ক্রাইম বাংলা মার্কিন সহায়তা হ্রাসে জটিল হচ্ছে রোহিঙ্গা সংকট: প্রধান উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা


মারপিটে আহতঃ- ৩ নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৪৮ পঠিত
আপডেট: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১


মোঃ কামাল উদ্দিন টগরঃ  নওগাঁর মান্দায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৮ টার সময় উপজেলার পরানপুর ইউপির বান্দাইপুর গ্রামে।

আহতরা হলেন, বান্দাইপুর গ্রামের মৃত আকরাম আলী মৃধার ছেলে সাজেদুল ইসলাম (৩০), এর মা আজিরন বেওয়া (৬৫) এবং স্ত্রী মেরিনা বেগম (২৬)।

জানাগেছে, দীর্ঘ ৮ বছর পূর্বে আহত সাজেদুল ইসলাম একই এলাকার প্রতিবেশী আব্দুর রাকিব মৃধা (৪৫) এর নিকট থেকে বান্দাইপুর মৌজায় ৭ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের কিছুদিন পর তার ওয়ারিশগণ ওয়ারিশ সূত্রে ক্রয়কৃত ৭ শতক জমির মধ্যে থেকে ৪ শতক জমি দখল করে নিলে জমির ক্রয়কৃত মালিক সাজেদুল অন্যদাগে ৪ শতক জমি দখল করে টিন দিয়ে বসতবাড়ী নির্মাণ করেন।

সাজেদুলের নির্মাণকৃত বাড়ীতে শুক্রবার সকালে জমি বিক্রেতা প্রতিবেশী আব্দুর রাকিব, তার স্ত্রী হাজেরা এবং ছেলে তারেক হামলা চালায়। এসময় তারা বাধা দিলে উভয়ের মারপিটে ভুক্তভোগী ৩ জনসহ ৪ জন আহন হন। এদের মধ্যে প্রতিপক্ষের হাজেরা বেগমও আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।

এব্যাপারে অভিযুক্ত আব্দুর রাকিব এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাজেদুল ইসলামের মারপিটে তার স্ত্রী হাজেরা বেগম আহত হয়েছেন বলে জানা যায়।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি অবগত হয়েছি। এখনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ