• শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় এসডিএফ’র উদ্যোগে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় যুবদলের সাংগঠনিক সভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় সার বিক্রেতাদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। রোববার থেকে মেট্রোরেলের চলাচল সময় বাড়ছে, নভেম্বরেই বাড়বে ট্রিপ সংখ্যা,,,,,দৈনিক ক্রাইম বাংলা অসহায় নারীদের স্বাবলম্বী করতে হাঁস বিতরণ — মানবিক রফিকের অনন্য উদ্যোগ,, কলাপাড়ার মহিপুরে সুশীলনের উদ্যোগে নারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় শিক্ষকরা সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা গজারিয়ায় ট্রলার থেকে উদ্ধার হলো দেশীয় অস্ত্র ও ফার্নিচার,,, মাউশির ডিজি অধ্যাপক আজাদ খানকে দায়িত্ব থেকে সরাল শিক্ষা মন্ত্রণালয়,, মাজারগেটেই রাতে অবস্থান করবেন এমপিও শিক্ষকরা

সাংসদ শিবলী সাদিকর বিরুদ্ধ সংবাদ সম্মলন: প্রতিবাদ ঘাড়াঘাট ছাত্রলীগর প্রতিবাদ সমাবশ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘাড়াঘাট (দিনাজপুর)ঃদিনাজপুর-৬ আসনর সংসদ সদস্য শিবলী সাদিকর বিরুদ্ধ ভমিদখলর মিথ্যা অভিযাগ সংবাদ সম্মলন ও সংবাদ প্রকাশর প্রতিবাদ ঘাড়াঘাট প্রতিবাদ সমাবশ করছ বাংলাদশ ছাত্রলীগ উপজলা শাখাসহ বিভিন শ্রণী পশার মানুষ।

(৪ আগষ্ট) বহস্পতিবার বিকল উপজলা ছাত্রলীগর ব্যানার রানীগঞ্জ বাজার এই প্রতিবাদ সমাবশ অনুষ্ঠিত হয়।

সমাবশ বক্তারা বলন, একটি কুচক্রি মহল আসন জাতীয় নির্বাচন ও দিনাজপুর জলা আওয়ামীলীগর কাউন্সিলক ঘির এমপি শিবলী সাদিকর বিরুদ্ধ উদ্দশ্য প্রণাদিত ভাব বানায়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মলন করছ।

বক্তারা আরা বলন, শিবলী সাদিক এবং তার পরিবার এই আসনর লাকজনর জন্য নিজদর জীবনক উৎসর্গ করছ। এই এলাকার মানুষর সুখ-দুখর সাথী শিবলী সাদিক। করানাকাল দিনর পর দিন এবং রাতর পর রাত সাংসদ শিবলী সাদিকর চার উপজলার হাজার হাজার মানুষর ঘর নিজ গিয় খাবার পঁছিয় দিয়ছ। তার বিরুদ্ধ হওয়া এই চক্রাÍর আমরা তীব্র নিদা ও প্রতিবাদ জানাছি।

এ সময় উপ¯িত ছিলন, সাবক উপজলা চয়ারম্যান কাজী শুভ রহমান চধুরী, উপজলা আওয়ামীলীগর সাবক আহায়ক আব্দুর রশিদ, উপজলা কষকলীগর সভাপতি শহিদুল ইসলাম আকাশ, পালশা ইউনিয়ন আওয়ামীলীগর সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হামিদ, সিংড়া ইউনিয়ন শ্রমিকলীগর সভাপতি মাহবুবুর রহমান হীরক, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামীগীগর সাবক সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নতা জাহাঙ্গীর আলম জালু, উপজলা যুবলীগর যুগ্ম আহায়ক নিরুপ সাহা, উপজলা ছাত্রলীগর সাবক যুগ্ম সাধারণ সম্পাদক মহদী হাসান সিজু,ছাত্রলীগ নতা রাসল,পর ছাত্রলীগ নতা সিফাত, উপজলা মৎসজীবী লীগর সদস্য সচিব শফিউল ইসলাম, সদস্য কায়সার হাবিব পাপ্পু ও পর মৎসজীবীলীগ নতা সাহল তানভীর প্রমুখ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ