মোঃজহিরুল ইসলাম মুন্সী,বিভাগীয় প্রতিনিধি, চট্রগ্রাম।দেবিদ্বার উপজেলার কালিকাপুর, জাফরগঞ্জ রহমান মেম্বার বাড়ির করোনা পজিটিভ রোগীর জন্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি মহোদয়ের পক্ষথেকে খাদ্যসামগ্রী পাঠিয়েছেন আবু কাউসার অনিক ভাই।১০ কেজি চাল, ৫কেজি আলু, ২লিটার তেল, ৩কেজি পেঁয়াজ, ২কেজি আটা, সেমাই-চিনি পৌঁছে দিয়েছে।এই সময় উপস্থিত ছিলেন ৮ নং জাফরগন্জ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি খন্দকার মোঃগোলাম মোস্তফা,সাধারন সম্পাদক মোঃমীর মাকসুদুর রহমান সহ আরো ছাত্রলীগের নেতা কর্মী।কুমিল্লায় করোনা সহযোগীতায় বিষেশ ভূমিকা পালন করে আনছে হ্যালো ছাত্রলীগ! টিম।
ছাত্রলীগের “হ্যালো ছাত্রলীগ টিম”আরো বলোছেন অসুস্থ লাল মিয়ার জন্য সবাই দোয়া করবেন।
ঘরে থাকুন, সুস্থ থাকুন।
আপনার প্রয়োজনে পাশে আছি আমরা হ্যালো ছাত্রলীগ!এবং চলমান করোনা পরিস্থিতিতে করোনায় আক্রান্ত রোগীদের জন্য হ্যালো ছাত্রলীগের হটলাইন নাম্বারটি খোলা থাকবে।এবং করোনা আক্রান্ত সহ সন্দেহ জনকদের জন্য ১৪ দিন এর লগডাউনের খাভার নিঃশ্চিৎ করে আসছেন এই প্রশংসনীয় “হ্যালো ছাত্রলীগ “টিম।করোনা মৃত লাশ জানাজা,গোসল,দাফনে ও তারা পাশে আছে ছাত্রলীগের ওরা “৪১ জন হ্যালো ছাত্রলীগের সদস্য।
সমগ্র বাংলার ছাত্রলীগ কুমিল্লার” হ্যালো ছাত্রলীগ” কে অনুশরন করলে হয়ত অনেক দরিদ্র, মধ্যবিত্ব লোক অনাহারে থাকতে হবে না বলে জানান তিনি।
You cannot copy content of this page