• বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

ঘোড়াঘাটে  দু্ই দিন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল দুইদিন বন্ধ ঘোষনা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ১৯৭ পঠিত
আপডেট: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪


মাহতাব উদ্দিন আল মাহমুদ(মহাতাব মুহাম্মাদ সরকার) ঘোড়াঘাঘাট,(দিনাজপুর)প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে  প্রাথমিক  মাধ্যমিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের  পাঠদান কার্যক্রম দুই দিন বন্ধ ঘোষনা করা হয়েছে। উপজেল ২৬টি মাধ্যমিক,৬৭টি প্রাথমিক, ১৪টি মাদরাসা ৭টি কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে। 

সর্বনিম্ন তাপমাত্রা ১০ এর নিচে থাকায় মঙ্গল বুধবার  জেলার সকল প্রাথমিক মাধ্যমিক  বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম মঙ্গল বুধবার দুইদিন বন্ধ ঘোষনা করা হয়েছে। জেলা প্রশাসনের  সিদ্ধান্ত  অনুযায়ী বন্ধ ঘোষণা করে জেলা প্রাথমিক  মাধ্যমিক শিক্ষা অফিস। 

কোনো জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেই জেলায় বিদ্যালয় বন্ধ রাখার যাবে মর্মে ১৬ জানুয়ারি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক নির্দেশনায়। 

দিনাজপুরে সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশমিক ডিগ্রি সেলসিয়াস। সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। বাতাসের গতি নটস। সকাল টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর বদলগাছিতে . ডিগ্রী সেলসিয়াস।

এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। বাতাসের গতি নেটস। দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে ।এতে শীতের তীব্রতা বাড়বে।

দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম ঘোড়াট উপজেলা প্রাথমিক শিক্ষা ্অফিসার মোঃ আশরাফুল আলম জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সকল স্কুলের পাঠদান বন্ধ রাখলেও অন্যান্য অফিসিয়াল কার্যক্রম চালু আছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বলেন,জেলায় এক হাজার ৮৭০প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সব বিদ্যালয়গুলো আগামি দুইদিনও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার বিকেলে  দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ঘোড়াঘাট ্উপজেলা মোঃ  সাত্তার সরকার জানানমঙ্গল বুধবার (২৩ ২৪ জানুয়ারি) জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সোমবার সকাল টায় তাপমাত্রা দশমিক ডিগ্রি  সেলসিয়াস রেকর্ড করা হলেও সকাল ১০টার পর থেকে তাপমাত্রা বাড়ার কারণে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো আজকের জন্য বন্ধের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে জেলা প্রশাসনের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে মঙ্গল বুধবার দুই দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। 

দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান,জেলায় মাধ্যমিক পর্যায়ের ৭০০টি বিদ্যালয় রয়েছে।সব বিদ্যালয়ে দুইদিন পাঠ দান বন্ধ থাকবে।তবে অন্যান্য কার্যক্রম চলবে।

একারণে মঙ্গল বুধবার জেলার সকল প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ