• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবগঠিত কমিটির পরিচিতি ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা,,, গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না”— বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত সনদ নিজেই লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন আহমদ,,, জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ৪৯ নওগাঁ-৪ (মান্দা) সংসদীয় আসনের ধানের শীষের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু—-দৈনিক ক্রাইম বাংলা। জুলাই গণঅভ্যুত্থানের আহত গাজী সালাউদ্দিন মারা গেছেন,,, 📰 আ.লীগের লকডাউন ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসিরুদ্দীন পাটওয়ারী,, রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন,,, “গণভোট নয়, পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করাই এখন জরুরি”— তারেক রহমান,,,, বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস,,

U.S EMBASSY- BELTA – LPC বরিশালের ট্রাস্ট ইউনিভার্সিটিতে দুই দিনের প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

এম নজরুল ইসলাম।। / ১৫১ পঠিত
আপডেট: শনিবার, ২৯ জুন, ২০২৪

এম নজরুল ইসলাম।। 

শুক্র ও শনিবার (২৮ ও ২৯ জুন) সকাল ৯ ঘটিকায় ট্রাস্ট ইউনিভার্সিটির বরিশাল শাখা হলরুমে Bangladesh Einglish Language Teachers Association (BELTA) & Language Proficiency Center (LPC) এর সহযোগিতায় U.S Embassy Dhaka কর্তৃক বরিশাল শাখায় দুইদিনের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটির ভাইস সেন্সলর অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের কর্মসূচীর উদ্বোধন করেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে অ্যাভিয়েশন সেক্টরে ইংরেজি ভাষায় দীক্ষিত কেবিন ক্রুরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনামের সৌরভ আরো ছড়িয়ে দিবে- এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন,বর্তমান যুগে যে কোন দেশের উন্নতির জন্য প্রয়োজন প্রযুক্তিনির্ভর দক্ষ জনগোষ্ঠী। এই গুরুত্ব বিবেচনায় দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে দেশে ও আন্তর্জাতিক পরিমন্ডলে নিজেদের জায়গা তৈরি করে নেয়ার প্রয়োজনে নিজ ভাষা ছাড়াও অন্যান্য ভাষাশিক্ষা একান্ত প্রয়োজন। সে চিন্তা থেকে U.S Embassy – BELTA-LPC এ শুরু করেছে Teachers Trening Workshop। বর্তমান বিশ্বে বহুল প্রচলিত ভাষাগুলোর মধ্যে প্রধান ভাষা হিসেবে ইংরেজি, ফরাসি, চাইনিজ, আরবি, রাশিয়ান উল্লেখযোগ্য। এসব ভাষায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে যোগাযোগের জন্য এই প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে তাদের ভাগ্যোন্নয়নের প্রধান নিয়ামক হিসেবে ব্যবহার করতে সক্ষম হবে। বিশেষ করে, অ্যাভিয়েশন সেক্টরে ইংরেজি ভাষার দক্ষতা অর্জন ব্যক্তিগত উৎকর্ষ সাধন ও প্রাতিষ্ঠানিক উন্নতিতে অসীম গুরুত্ব বহন করবে।
ট্রাস্ট ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান এবং বাংলাদেশ ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন এর আজীবন সদস্য জি এম আবু তাহের এর এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব অধ্যাপক আহাম্মেদ বশির, পরিচালক বিইএলটিএ, অধ্যাপক ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইউনিভার্সিটি অব ঢাকা। জনাব অধ্যাপক ডাঃ মোঃ মনিরুর রশিদ, অধ্যাপক ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইউনিভার্সিটি অব ঢাকা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেন। “নতুন কারিকুলাম এর উপর পাঠদান পদ্ধতি নিয়ে মোট ৩০ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষকেরা বলেন, ইতিপূর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক যে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, সেখানে যে শিখন ঘাটতি ছিল, এ প্রশিক্ষণের মাধ্যমে তা পূর্ণতা পেয়েছে। এখন আমরা দক্ষতার সঙ্গে পাঠদান করতে পারবো। প্রশিক্ষণলব্ধ জ্ঞান আমরা যাতে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, এ বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করবো। এসময় দৈনিক নবজীবন পত্রিকার প্রধান সম্পাদক, ঢাকা প্রেসক্লাব সদস্য এম নজরুল ইসলাম, দৈনিক ক্রাইম বাংলার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, জেসমিন আক্তার বেনু, আফরোজা মনি, মো: রেজাউল করিম, মোঃ কামাল হোসেন, সনিয়া আক্তার সহ অন্যান্য শিক্ষকগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ