কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব’র দিক নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কলাপাড়া উপজেলার সকল ইউনিয়নের ত্যাগী নৌকাপ্রেমীদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠনের ধারাবাহিকতা চলমান। আওয়ামীলীগের সাংগঠনিক শক্তি বিকাশে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। কলাপাড়ার লালুয়া ইউনিয়ন ০২ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে কমিটি গঠন হয়েছে। বুধবার ১৭ জুলাই বিকেলে ইউনিয়নের দশকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য কবির শমসের আলম খান। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফোরকান প্যাদা,যুগ্ন সাধারন সম্পাদক জুনায়েত হোসেন খান,দপ্তর সম্পাদক শফিকুল আলম শান্তি ফকির, কলাপাড়া আইনজীবী কল্যান সমিতির সাধারন সম্পাদক অ্যাড,আ.সালাম,সদস্য মিলন খান, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ইউনিয়ন সভাপতি হালিম হাং, সাধারন সম্পাদক স্বপন শেখ,শ্রমিকলীগ সভাপতি আউয়াল হাং, সাধারন সম্পাদক সাহাবুদ্দিন গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামীগের সাধারন সম্পাদক বাদল হাওলাদার, ছাত্রলীগ নেতা মুছা চৌকিদার প্রমুখ। সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি আবদুল হক মৃধা। এ সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।