• বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে চালু হলো টিকটকের নতুন ফিচার ‘স্টেম ফিড’ শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকার বিভিন্ন এলাকায বান্দরবানে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি যতটুকু ঐকমত্য, ততটুকুই এগোবো”—বলেন বিএনপির আমীর খসরু শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দপ্তরে আমতলীতে প্রভাবশালীদের জোর করে সম্পত্তি দখল অতঃপর থানায় মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় শিশু দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাতার প্রবাসীর স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

বান্দরবানে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক

রিপোর্টার: / ৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

৮ দফা দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানে আগামী সোমবার (১৩ অক্টোবর) সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের বৈষম্য, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হওয়া এবং ৮ দফা দাবির বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি আহ্বান করা হয়েছে।


🏛️ সংবাদ সম্মেলনে ঘোষণা

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বান্দরবান সদরের হোটেল গ্র্যান্ড ভ্যালিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পিসিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান

তিনি বলেন,

“পার্বত্য চট্টগ্রামে বাঙালি সম্প্রদায় যুগের পর যুগ বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। তাই ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের এই হরতাল কর্মসূচি।”

কাজী মজিবর রহমান আরও জানান,

“হরতালের দিন কলেজ, সরকারি অফিস-আদালত, সরকারি কর্মকর্তাদের গাড়ি, অ্যাম্বুলেন্স, খাবারের ও ওষুধের দোকান, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি, গণমাধ্যমের সংবাদ সরবরাহের গাড়ি এবং পরীক্ষার্থীদের যানবাহন হরতালের আওতার বাইরে থাকবে।”


📜 ৮ দফা দাবি

হরতাল কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ যে ৮ দফা দাবি তুলেছে, তা হলো—

১️⃣ পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল করে সংবিধানের আলোকে তিন পার্বত্য জেলার শাসনব্যবস্থা চালু করা।
২️⃣ রাজার সনদ বাতিল করে জমি ক্রয়-বিক্রয়, চাকরি ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা।
৩️⃣ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা চালু করা।
৪️⃣ বাজার ফান্ড প্লটের লিজ মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা এবং বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করা।
৫️⃣ পরিবেশবান্ধব ইটভাটা ও শিল্প কারখানা স্থাপন করে কর্মসংস্থান বৃদ্ধি।
৬️⃣ প্রত্যাহারকৃত ২৪৬টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন করে নিরাপত্তা জোরদার করা।
৭️⃣ অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি ও সন্ত্রাস দমন করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।
৮️⃣ শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও চাকরিক্ষেত্রে বৈষম্য দূর করে ন্যায্য বিচার নিশ্চিত করা।


💬 ভবিষ্যৎ কর্মসূচির হুঁশিয়ারি

পিসিএনপি চেয়ারম্যান কাজী মজিবর রহমান বলেন,

“আমরা চাই পার্বত্য চট্টগ্রামের মানুষ যেন অন্য জেলার মতোই সমান অধিকার ভোগ করতে পারে। যদি এসব দাবি পূরণ না হয়, ভবিষ্যতে আন্দোলন আরও তীব্র করা হবে। প্রয়োজনে তিন পার্বত্য জেলায় একযোগে হরতাল ও জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।”


👥 উপস্থিত ছিলেন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
পিসিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল,
বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম,
সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার
এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


🔍 এসইও কীওয়ার্ডসমূহ (SEO Keywords):

বান্দরবান হরতাল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পিসিএনপি, পার্বত্য চট্টগ্রাম আন্দোলন, বান্দরবান সংবাদ, হরতাল ২০২৫, ৮ দফা দাবি, পার্বত্য বৈষম্য, কাজী মো. মজিবর রহমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ