• বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে চালু হলো টিকটকের নতুন ফিচার ‘স্টেম ফিড’ শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকার বিভিন্ন এলাকায বান্দরবানে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি যতটুকু ঐকমত্য, ততটুকুই এগোবো”—বলেন বিএনপির আমীর খসরু শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দপ্তরে আমতলীতে প্রভাবশালীদের জোর করে সম্পত্তি দখল অতঃপর থানায় মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় শিশু দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাতার প্রবাসীর স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি

রিপোর্টার: / ৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুর

৫০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উধাও
নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি সোনার দোকানে ঘটেছে দুর্ধর্ষ চুরির ঘটনা। বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে শপিং মলের দ্বিতীয় তলায় অবস্থিত ‘শম্পা জুয়েলার্স’ নামের দোকানটি থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছে মালিকপক্ষ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি পুলিশকে জানান দোকান মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস। খবর পেয়ে ডিএমপির রমনা থানার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, “সম্ভবত রাতের বেলায় একদল চোর দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং সেখানে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে যায়। প্রাথমিকভাবে মালিক জানিয়েছেন, প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। আমরা বিষয়টি যাচাই করছি।”

পুলিশ জানিয়েছে, দোকান ও মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, বুধবার রাত ৩টার দিকে বোরকা পরিহিত দুইজন ব্যক্তি দোকানটির সামনে আসে। তারা প্রথমে বাহিরের কলাপসিবল গেটের তালা কাটে, এরপর দোকানের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর দোকানে প্রবেশ করে পুরো ঘটনা সম্পন্ন করে তারা।

দোকানের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস জানান, “প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ান ফোন দিয়ে জানায় দোকানে চুরি হয়েছে। এসে দেখি সব ফাঁকা—প্রায় ৪০০ ভরি স্বর্ণালঙ্কার, ১০০ ভরির বন্ধকি স্বর্ণ ও ৪০ হাজার টাকা নগদ—সবই নিয়ে গেছে।”

তিনি আরও বলেন, “দোকানের শাটারের তালা কেটে পুরো মালামাল লুট করা হয়েছে। এত বড় মার্কেটে এভাবে চুরি হওয়ায় আমরা ব্যবসায়ীরা এখন নিরাপত্তা নিয়ে খুব উদ্বিগ্ন।”

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, দোকান কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। ঘটনাস্থলে সিআইডি’র একটি টিমও তদন্ত করছে। তিনি বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। আশা করছি দ্রুতই চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ