• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলনগরে খাদ্যবান্ধব চাল বিতরণে ভয়াবহ অনিয়মের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিতে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ধানের শীষকে বিজয়ী করার লক্ষে বিএনপির সাংগঠনিক সভা/দৈনিক ক্রাইম বাংলা।। র‌্যাব বিলুপ্তিসহ ১০ দফা সুপারিশ মানবাধিকার সংস্থা অধিকারের,,,,,দৈনিক ক্রাইম বাংলা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: বিনিয়োগ ঝুঁকিতে, সমাধান চাই বাস্তবায়নে গতি,,,,,দৈনিক ক্রাইম বাংলা বিতর্কিত ফোনালাপেই পদচ্যুত থাই প্রধানমন্ত্রী পেটংটার্ন,,,,,দৈনিক ক্রাইম বাংলা ক্ষমা চাইতে হবে নির্বাচন কমিশনকে—প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন: তাহের,,,,,দৈনিক ক্রাইম বাংলা কোনো সংশয় থাকলে আসুন আলোচনা করি: সালাহউদ্দিন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, আহত অনেকে: সেনা মোতায়েন,,,,দৈনিক ক্রাইম বাংলা সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী,,,,, দৈনিক ক্রাইম বাংলা

কীর্তনখোলা নদীর বুকে ভাসছে, চরবাড়িয়া ইউনিয়নের সাধারন জনগন।

রিপোর্টার: / ১৭০০ পঠিত
আপডেট: সোমবার, ১৭ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার :শাকিল সিকদারঃবরিশাল সদর উপজেলা ৩ নং চরবাড়িয়া ইউনিয়নের রাস্তা প্রায় দীর্ঘ ৫ বছর আগে কীর্তনখোলা নদীর বুকে চলে যায়।
তখন  মানুষ চলাচল করতে পারত না প্রায় ছয় মাস,
 খেয়া দিয়ে এপার-ওপার পার করতে হইত, কিন্তু গত পাঁচ বছরে এই রাস্তার মেরামত কাজ হয়নি ৩ নং চরবাড়িয়া ইউনিয়নের।
জনপ্রতিনিধিরা রা রাস্তা করতে পারে নাই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, কিন্তু এই দিকের ২ ব্রিকফিল্ডের মালিক  আর এলাকার জনগণ মিলে রাস্তা মেরামত করেন ।
তাদের নিজেদের  অর্থায়নে আসেনি, কোন সরকারি সুযোগ-সুবিধা আসেনি কোন জনপ্রতিনিধিগণ।
 কিন্তু প্রতিবছরই কীর্তনখোলা নদীর পানির প্রবাহ রাস্তা ভেঙ্গে যায়, তৎকালীন দুই ব্রিকফিল্ডের মালিক রাস্তার মেরামত কাজ করেছেন।
এইবার নিম্নচাপের কারণে অতিরিক্ত পানি হওয়ার জন্য  রাস্তাটি প্রায় 8 থেকে ১০টি জায়গা থেকে ভেঙে যায়, রাস্তাটি পুরোপুরি চলাচলের অনুপযোগী থাকায়  এইবারও খেওয়া দিয়ে মানুষ পারাপার করতে হয়েছে।
 রাস্তা দিয়ে চলাচল করে চরবাড়িয়া হাই স্কুল শিক্ষার্থীরা রাস্তা ভেঙে যাওয়ার কারণে স্কুলে যেতে পারতোনা  ঠিক সময়।
 এই  দেখে এইবার এগিয়ে আসছে, যুবলীগের নেতা  শাহীন খান উদ্যোগ নেয়।
রাস্তা মেরামতের জন্য কাজ শুরু করেন, আরও আছেন তার সাথে ইনা ব্রিকসের মালিক, গোল্ড ব্রিকসের মালিক, এবং আছে এলাকার জনগণ, যারা ১২ মাস দুঃখ-কষ্ট করেন, এই রাস্তা নিয়ে তারা আছে তারা থাকবে কিন্তু।
জনগণ রা  বলে  এই পাঁচ বছরের ৩ নং চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারের কোন এ রাস্তার কাজে এগিয়ে আসেননি  এবং কোনো অর্থ বরাদ্দ করেনি, তালতলীতে থেকে লামচরি একটিমাত্র রাস্তা এই  রাস্তা দিয়ে  সাত নাম্বার ওয়ার্ড আট নাম্বার ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ড ৩ ওয়ার্ডের প্রায় ৪০থেকে ৫০ হাজার মানুষের  আছে তারা দৈনিক  শহরমুখী তাদেরকে প্রতিদিন বরিশাল শহরে যেতে হয় কাজ করতে ও জীবন বাঁচাতে।
 এখন  এলাকার সর্বস্তরের জনগণের আশা মাননীয় প্রধানমন্ত্রীর ছাড়া, এ রাস্তার মেরামত কাজ আর কেউ করতে পারবে না বলে, মনে করেন সুশীল সমাজের মানুষ,   তাই মাননী়য় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন ৩নং চরবাড়িয়া ইউনিয়নের রাস্তাটির পূর্ণ মেরামতের জন্য, যেন উদ্যোগ নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ