• সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাউফলে মাদ্রাসার ব্যবহৃত তালা ভেঙ্গে চেয়ার ও কাগজপত্র তছনছ সহ লাঞ্ছিতের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে প্রতিবন্ধী কাশেমের বসতঘর পুড়ে ছাই/দৈনিক ক্রাইম বাংলা।। কমলনগরে খাদ্যবান্ধব চাল বিতরণে ভয়াবহ অনিয়মের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিতে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ধানের শীষকে বিজয়ী করার লক্ষে বিএনপির সাংগঠনিক সভা/দৈনিক ক্রাইম বাংলা।। র‌্যাব বিলুপ্তিসহ ১০ দফা সুপারিশ মানবাধিকার সংস্থা অধিকারের,,,,,দৈনিক ক্রাইম বাংলা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: বিনিয়োগ ঝুঁকিতে, সমাধান চাই বাস্তবায়নে গতি,,,,,দৈনিক ক্রাইম বাংলা বিতর্কিত ফোনালাপেই পদচ্যুত থাই প্রধানমন্ত্রী পেটংটার্ন,,,,,দৈনিক ক্রাইম বাংলা ক্ষমা চাইতে হবে নির্বাচন কমিশনকে—প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন: তাহের,,,,,দৈনিক ক্রাইম বাংলা কোনো সংশয় থাকলে আসুন আলোচনা করি: সালাহউদ্দিন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

ড. মাসুদের সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন জব্বার ও ডালিয়া/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৪৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলের কাঁছিপাড়া ইউনিয়নের আব্দুল জব্বার (৫৫)। তিনি দুই চোখের ছানি নিয়ে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। টাকার অভাবে নিজের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ চোখের চিকিৎসা করাতে পারছেন না। তার প্রিয় মানুষ, আত্মীয়-স্বজন , পরিবার-পরিজন সবাইকে নিজ চোখে দেখতে পারা ছিল প্রায় অসম্ভব।

এছাড়া বাউফলের নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের ডালিয়া আক্তার (৩৫) এর চোখে ছানি পড়েছে। ডাক্তারি ভাষায় যাকে বলা হয় চোখের ইভিআইটিস। তারও সমস্যা প্রায় আব্দুল জব্বারের মত। চোখে অস্পষ্ট দেখেন এবং অর্থাভাবে চোখের অপারেশন করতে পারছিলেন না ডালিয়া।

বুধবার (২রা জুলাই) বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সার্বিক সহযোগিতায় এবং একান্ত প্রচেষ্টায় আব্দুল জব্বার ও ডালিয়া আক্তারের চোখে সফল ছানি অপারেশন হয়েছে।

রাজধানীর প্রথম সারির প্রাইভেট হসপিটাল ইবনে সিনায় এই সফল অপারেশন করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানা।

এখানেই শেষ নয়, চোখের জটিলতায় ভোগা আব্দুল জব্বার ও ডালিয়া আক্তারের সফল অপারেশন পরবর্তী ঔষধ থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

এ বিষয়ে কথা হয় আব্দুল জব্বারের সাথে। তিনি বলেন, আমার চোখের আলো ফিরিয়ে দেয়ায় আমি ও আমার পরিবার ড. মাসুদ স্যারের প্রতি আজন্ম কৃতজ্ঞ থাকব। তার জন্য নামাজ পড়ে দোয়া করব। আমি আগে চোখে কম এবং অস্পষ্ট দেখতাম। কিন্তু এখন অপারেশনের পরে আগের চেয়ে বেশি দেখছি। আলহামদুলিল্লাহ।

এদিকে ডালিয়া আক্তার বলেন, আমার চোখে দীর্ঘদিন যাবত সমস্যা ছিল। টাকার অভাবে চোখের ডাক্তার দেখাতে পারিনি। অপারেশন তো অনেক দূরের কথা। কিন্তু ডঃ মাসুদ স্যারের স্মরণাপন্ন হওয়ার পরে ডাক্তার দেখানো থেকে শুরু করে পরীক্ষা-নিরীক্ষা এবং একটি সফল চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। এখন আমি চোখে স্পষ্ট দেখতে পারি। মহান আল্লাহর দরবারে মাসুদ স্যার ও তার পরিবারের জন্য দোয়া থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ