আবুল বাশার ভোলা প্রতিনিধি ঃ
ভোলার বোরহানউদ্দিন এস এসসি দাখিল সমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের নিয়ে (১৮আগষ্ট ২০২৫) সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান, বিশেষ অতিথি মোঃ ছিদ্দিকুর রহমান অফিসার ইনচার্জ বোরহানউদ্দিন থানা, মোঃ রেজাউল করিম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপার ভাইজার আয়শা ছিদ্দিকা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল ইসলাম। প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আহম্মাদ উল্লাহ আনসারী, জয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল গনি, হাজীর দাখিল মাদ্রাসার সুপার মাঃ ইউসুফ, হাজী তোফায়েলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও: আবু তৈয়ব, বোরহানউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও: সামসুদ্দিন,রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মেজবাহ উদ্দিন, হাসান নগর রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও : বশির উল্লাহ, দেউলা শিবপুর ছলেমা খানম দাখিল মাদ্রাসার সুপার মাও: হারুন অর রশিদ, মাও:মাসুম বিল্লাহ সুপার খানকায়ে বশিরিয়া দাখিল মাদ্রাসা, দেউলা শান্তির হাট দাখিল মাদ্রাসা সুপার মাও: ইয়াহিয়া, বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শাহ মোহাম্মাদ নোমান, বিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহমেদ স্যার, বক্তরা বলেন। এসময় আরোও উপস্থিত বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস, মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক, কুতুবা মাধ্যমিক বিদ্যালয় নাজমুন নাহার, কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ফখরুল আলম, ডিটি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবাল অধিকারী, কুঞ্জের হাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম মাতাব্বর প্রমূখ।এসময় কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। সংবর্ধন অনৃষ্ঠানে বক্তারা বলেন জিপিএ ৫ মূখ্য বিষয় নয় বেশি জানাটা প্রয়োজন।