হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগতিতে মেহেদী হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ৭ নম্বর চর রমিজ ইউনিয়নের চর মেহের গ্রামে বাবর মাস্টারের বাড়ির পাকের ঘরে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান ওই বাড়ির মালিক বাবর মাস্টারের ছেলে। ঘটনার সময় তার বাবা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির কারণে অবস্থান করছিলেন। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মেহেদীর মা মারা যান। এরপর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করছিলেন। কিছুদিন আগে পার্শ্ববর্তী চর গোঁসাই গ্রামের এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে মেয়ের পরিবার বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। তবে মেহেদী সেই সম্পর্ক বিয়েতে রূপ দিতে রাজি ছিলেন না।
ঘটনার দিন রাতে মেহেদীর বোন, ভগ্নিপতি ও আত্মীয়স্বজনরা বিষয়টি নিয়ে তার সঙ্গে বৈঠক করেন। দীর্ঘ আলোচনায় কোনো সিদ্ধান্তে পৌঁছানো না গেলে সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে রান্না ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেহেদীর লাশ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. করবির হোসেন বলেন, “প্রাথমিকভাবে বিষয়টি প্রেমঘটিত বলে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।”