কলকাতার গণমাধ্যমে ফখরুলের সাক্ষাৎকার বিতর্কিত, বিএনপি বলেছে মিথ্যা ও মনগড়া
ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটি সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার (২৪ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি এবং তার মহাসচিবের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এই কল্পনাপ্রসূত সংবাদ প্রচার করা হয়েছে। প্রকাশিত খবরের শিরোনাম ছিল, ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’। বিএনপি দাবি করেছে, এই ধরনের বানোয়াট বক্তব্য বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করার জন্য ইচ্ছাকৃতভাবে প্রচার করা হয়েছে।
সাক্ষাৎকারে বিএনপি মহাসচিবের বরাত দিয়ে লেখা হয়েছিল, জামায়াত বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছিল এবং বিএনপির পক্ষ থেকে কমসংখ্যক আসন দেওয়ায় তারা ‘মনঃপূত হয়নি’। এছাড়া নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে অংশগ্রহণের বিষয়ে মহাসচিবের বক্তব্য উল্লেখ করা হয়েছিল। তবে ফখরুল নিজে তা অস্বীকার করেছেন। তিনি বলেন, “ওই নিউজটা ফেইক নিউজ। পত্রিকাটি এআই ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ তৈরি করেছে। আমি এই ধরনের কোনো কথা বলিনি। জামায়াতের ৩০ আসন চাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করিনি। এটি এক ধরনের ষড়যন্ত্র।”
বিবৃতিতে বিএনপি জানায়, দেশি ও বিদেশি গণমাধ্যমের এই ধরনের সংবাদ দলের নেতা-কর্মী ও জনগণকে বিভ্রান্ত করতে পারবে না। বিএনপি মহাসচিব বর্তমানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউ ইয়র্কে রয়েছেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “এই ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য কোনো রাজনৈতিক নেতার থেকে আশা করা যায় না। এর সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই।”
বিএনপি এই ঘটনার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে, মহাসচিব মির্জা ফখরুলের কোনো সাক্ষাৎকার কলকাতার ‘এই সময়ে’ প্রকাশিত হয়নি, এবং সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনগড়া।