• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে’ ………মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাঠের ব্রীজই লক্ষাধিক মানুষের চলাচলের ভরসা/দৈনিক ক্রাইম বাংলা।। যথার্থ জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারী রেভিনিউ পাক …..উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক/দৈনিক ক্রাইম বাংলা।। রিও প্রগতি মানবতা অ্যাওয়ার্ডে ভূষিত ‘আমরা কলাপাড়াবাসীথ সংগঠন/দৈনিক ক্রাইম বাংলা।। চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনা সদর কলাপাড়ায় বিনামূল্যে টাইফয়েড টিকা পাচ্ছে ৭২ হাজার ৪৩০ শিশু উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আইন উপদেষ্টা প্রিজাইডিং অফিসারই হবেন সেই কেন্দ্রের ‘চিফ ইলেকশন অফিসার’ : সিইসি নাসির উদ্দিন পানপট্টি-বোয়ালিয়া দুই ইউনিয়নের সংযোগ সেতুর বেহাল দশা, দুর্ভোগে হাজারো বাসিন্দা/দৈনিক ক্রাইম বাংলা।। সামছুউদ্দিন রাজুকে সভাপতি ও তারিকুল ইসলাম কে সম্পাদক করে গাজীপুর জেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র’র আংশিক কমিটি গঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

আমতলীতে কাঠের ব্রীজই লক্ষাধিক মানুষের চলাচলের ভরসা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৮৩ পঠিত
আপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

এস এম নাসির মাহমুদ,আমতলী(বরগুনা)প্রতিনিধি।। 

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া চাওড়া খালের উপর নির্মিত কাঠের তৈরি ব্রীজ দিয়ে দৈনন্দিন চলাচল করছেন দুটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ।আমতলীউপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হলদিয়ার বিশিষ্ট সমাজসেবক মো.মকবুল হোসেন খানও এলাকাবাসীর সহযোগিতায় নির্মিত কাঠের ব্রীজই ভরসা হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, হলদিয়া খালের ওপর ৮৫ মিটার দৈর্ঘ্যের আয়রন ব্রিজটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করায় ২০২৪ সালের জুন মাসের মাঝামাঝি একটি মাইক্রোবাসসহ ভেঙে খালে পড়ে যায়।ওই দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা ১২ জন যাত্রীর মধ্যে ৯ জন মারা যায়।

দীর্ঘ কয়েক মাস ধরে এলাকার জনসাধারণ দীর্ঘ পথপাড়ি দিয়ে আমতলী উপজেলা সদরে আসা-যাওয়া করত।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মো. মকবুল হোসেন খানওবিশিষ্ট সমাজসেবক আলহাজ্বনান্নু মোল্লা কাঠ দিয়ে স্থানীয় জনসাধারনের সহযোগিতায় ব্রীজটি তৈরির উদ্যোগ নেন।

স্থানীয় জনসাধারণ ও কাঠের ব্রীজ নির্মাণের জন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কাঠ দিয়ে নির্মিত ব্রীজে ভাড়ী মালবোঝাই কোনো যানবাহন চলাচল করতে পারছে না,যাত্রী বিহিন অটো রিক্স্রা ও মটর সাইকেল ও জনসাধারণ চলাচল করছেন।

হলদিয়া ইউনিয়নের টেপুরা,পূর্বচিলা,দক্ষিণ তক্তাবুনিয়া, পশ্চিমচিলা.চাওড়া ইউনিয়নের কাউনিয়া, কাপালী, চন্দ্রাওহলদিয়া গ্রামের জনসাধারণ কাঠের তৈরি ব্রীজ দিয়ে চলাচল করছেন।

হলদিয়া খালের ওপাড়ে রয়েছে ইউনিয়ন ভূমি অফিস,দক্ষিণ তক্তাবুনিয়া দাখিল মাদরাসা, গুরুদল মাধ্যমিক বিদ্যালয়, হলদিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,দক্ষিন তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়.তক্তাবুনিয়া নেছারিয়া দাখিল মাদ্রাসা, একটি কমিউনিটি ক্লিনিক। প্রতিষ্ঠানগুলোতে কর্মরত চাকরিজীবী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কাঠের ব্রীজ দিয়েই চলাচল করছে।

হলদিয়ার বাসিন্ধা দক্ষিন তক্তাবুনিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা মো. আবু জাফর বলেন,৫ আগষ্টের পর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মকবুল হোসেন খান বিশেষ করে হলদিয়া ইউনিয়নের সাধারন মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। হলদিয়ায় নাই কোন চাঁদাবাজী সন্ত্রাসী কার্যকলাপ। নাই কোন শালিস বানিজ্য এ কথায় হলদিয়ার মানুষ শান্তিত্বে বসবাস করছেন।

হলদিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহবুব মোল্লা বলেন বিগত ১৭ বছর আওয়ামীলীগ সরকারের সময় একাধিকবার নির্যাতিত বারবার কারাভোগকারী মো. মকবুল হোসেন খানের নেতৃত্বে ইউনিয়নে শান্তির সুবাতাস বইছে।ইউনিয়নে নাইকোন শালিস বানিজ্য নাই কোন সন্ত্রাসী কার্যকলাপ।আমরা হলদিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মো. মকবুল হোসেন খানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.মকবুল হোসেনখান বলেন,আমতলী সদরের সঙ্গে হলদিয়া ইউনিয়নের সবথেকে গুরুত্বপূর্ণ পথ হল হলদিয়া সেতুটি। দ্রæত গার্ডার সেতু নির্মান করার দাবি জানাই।

হলদিয়ার বাসিন্ধা মো.জাকির হোসেন জানান,স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে যদি কাঠ দিয়ে নির্মাণ না করা হতো তাহলে আমাদের তিনগুণ পথ পাড়ি দিয়ে যাতায়াত করতে হতো।তাই জরুরি ভিত্তিতে সেতুটি নির্মাণ করার দাবি জানান তিনি।কৃষক মো. নান্নু বলেন, প্রায় দেড় বছর আগে সেতুটি ভেঙে যায়। এলাকার লোকজন মিলে নিজেদের খরচে কাঠ দিয়ে ব্রীজ বানিয়ে চলাচল করছি।অতিবৃষ্টিতে কাঠ নষ্ট হয়ে যাচ্ছে।

আমতলী উপজেলা প্রকৌশলী মো.ইদ্রিস আলী বলেন,২৩ কোটি টাকা নির্মাণ ব্যয় ধরে গার্ডার সেতু স্থাপনের কাজ অনুমোদন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।এমাসের মধ্যেই দরপত্র আহŸান করা হবে।যাতে দ্রুত কাজ হয়, সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ