• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড. মাসুদের সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন জব্বার ও ডালিয়া/দৈনিক ক্রাইম বাংলা।। মাদক মুক্ত সমাজ গড়তে ব্যতিক্রমী উদ্যোগ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনের সাচড়ায় ইউনিয়নে কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে জরুরি ব্যবস্থা/দৈনিক ক্রাইম বাংলা।। মানবিক ও চিকিৎসা সেবা কার্যক্রমে নেপালে আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার পেলেন মুহাম্মদ রাজ ও ইএনটি স্পেশালিস্ট ডা. মোঃ মশিউর রহমান/দৈনিক ক্রাইম বাংলা।। ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য রেখেই নির্বাচন প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা দিচ্ছে তথ্য মন্ত্রণালয়,,,,,দৈনিক ক্রাইম বাংলা রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার,,,,,দৈনিক ক্রাইম বাংলা স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা বার্তা প্রবাহ পত্রিকা সন্মাননা স্মারক গ্রহণ করেন সাংবাদিক মামুনুর রশীদ নোমানী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।।


বরগুনায়”দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি” জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী।

রিপোর্টার: / ৪০৫ পঠিত
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০


বরগুনা জেলা প্রতিনিধি  ঃবরগুনায়  বিজয় টেলিভিশনের জেলা রিপোটার্স জুলহাস মিয়া এবং বার্তা বাজারের বরগুনা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান কে  প্রাণনাশের হুমকি দিয়েছেন মাদকের সম্রাট,একাধিক মামলার আসামি বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের আয়লা চান্দখালী  গ্রামের রুস্তম আলীর ছেলে আনসার আলী, ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৬নং মজিদবাড়িয়া ইউনিয়নের মজিদবাড়িয়া গ্রামের রশিদ মৃধার ছেলে জাকারিয়া ও তার সন্ত্রাসী বাহিনীরা।
এ ব্যাপারে সাংবাদিক জুলহাস জীবনের নিরাপত্তা চেয়ে বেতাগী থানায় গত ২৯ অক্টোবর২০২০ ইং তারিখ সাধারণ ডায়রী করেন যাহার ডায়রী নং ১০৮৫। এর পর গত ৩০ তারিখ চান্দখালী বাজারে স্থানীয় জনসমুক্ষে সাধারণ ডাইরি উঠাতে বলেন মাদক বিক্রেতা আনসার। একপর্যায় মৃত্যুর হুমকি সহ মারধরের চেষ্টা করে সে।
এ বিষয়ে জুলহাস ডায়রী অভিযোগে জানান , ঘটনার দিন মাদক নিয়ে সংবাদ প্রকাশ করতে গেলে অভিযুক্ত মাদকের সম্রাট একাধিক মামলার আসামি প্রকাশ্যে তার সহযোগী সন্ত্রাসীদের নিয়ে আমার বাসার সামনে এসে প্রাণনাশের হুমকি দেয়। এবং যেকোনো মুহূর্তে তার দ্বারা আমি সহ আমার সন্তানদের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই আমি জীবনের নিরাপত্তা চেয়ে বেতাগী থানায় সাধারণ ডায়রী করেছি প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুদৃষ্টি কামনা করি।
থানায় সাধারণ ডায়রীর ঘটনা জানতে পেরে অভিযুক্তরা গত শুক্রবার আবারও পুনরায় আমার গতিপথ লক্ষ্য করে পথ রুদ্ধ করে সাধারণ ডায়রী তুলিয়া নেওয়ার জন্য হুমকি দেয়। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, মাদক ব্যবসায়ী আনসার বরগুনা জেলাকে মাদকের সাম্রাজ্য গরে তুলছে। এখনো যদি সমাজ থেকে মাদক না সরানো যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মাদকের সাগরে ডুবে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ