
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়ায় শাহ ছুফি মমতাজীয়া দরবার শরীফে হজরত মাওলানা আতিকুল্লাহ শাহ ছাহেব কেবলার ৯৮ তম বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমাবাদ উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়ীয়া দরবার শরীফে ধানের শীষে ভোট চাইলেন পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। ওরছ মাহফিলে সভাপতিত্ব করেন পীরে কামেল মুর্শিদে বরহক হজরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব (মাঃ জিঃ আঃ)। পরিচালনা করেন মোঃ নজরুল ইসলাম রনি বিশ্বাস। এ সময় হাজার হাজার ধর্মপ্রান মুসুল্লিদের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জন্য দোয়া, সমর্থন ও আস্থা রেখে পাশে থাকার আহ্ববান জানান বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী। কলাপাড়া উপজেলা, পৌর এবং ধানখালী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।