• রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্টার ক্লাব ফতেপুরের আয়োজনে নক-আউট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট–২০২৫ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস,,, দুইটি সমঝোতা স্মারক সই বাংলাদেশ ও ভুটানের মধ্যে ,,,,,, সারাদিনে দুই দফা কম্পনে কাঁপল দেশ, সন্ধ্যার ভূমিকম্পের কেন্দ্র ঢাকার বাড্ডায়,,, আগামী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা: জামায়াত আমির,,, আমতলীতে ক্লাইমেট স্ট্রাইক পালিত,,,, পাকিস্তানেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত,,,, পল্লবীতে যুবদল নেতা হত্যা মামলার আসামির ডিবি হেফাজতে মৃত্যু,,, মানহানি বা অপমানের অভিযোগে মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত: ফয়েজ তৈয়্যব,,,, ভূমিকম্পে হতাহতদের প্রতি তারেক রহমানের গভীর শোক,,,

কলাপাড়া উপজেলায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলার অভিযোগ।

রিপোর্টার: / ৪০৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

মোঃ শাহাবুদ্দিন স্টাফ রিপোর্টার ঃকলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়নের, উত্তর হলদিবাড়িয়া  গ্রামের বাসিন্দা মোঃ তোফাজ্জেল কর্তৃক একই গ্রামের বাসিন্দা ও আক্কেলপুর  নুরিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার ও ইমাম, মাওলানা মোঃ আবুল কালাম মৃধা ও তার পরিবার ও এলাকার নিরীহ সাধারণ মানুষকে মিথ্যা হয়রানিমূলক চাঁদাবাজি সহ একাধিক মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে । স্থানীয় সূত্রে জানা যায় যে,  পল্লী বিদ্যুতের খুঁটি তার টানা কে কেন্দ্র করে ২৬,১১,২০২০,ইং রোজ সোমবার  কলাপাড়া বিজ্ঞ আদালতে মোঃ তোফাজ্জেল হাওলাদার একটি মামলা দায়ের করে যাহার মামলা নং (৮৩২/২০২০)মামলা সূত্রে জানা যায় যে স্থানীয় লোকদের কাছ থেকে আসামিরা, ৪০০০ /টাকা থেকে  /৫০০০টাকা করিয়া নেয়ার। যে অভিযোগ তোলেন তা সরেজমিনে দেখা যায়, অন্যান্য গ্রাহক কে জিজ্ঞাসাবাদ করলে। মোঃ সিদ্দিকুর রহমান বলেন,শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুতায়নের আওতায় আমরা সকল গ্রাহক বিনামূল্যে বিদ্যুৎ পেয়েছি। কিন্তু মোঃ তোফাজ্জেল হাওলাদারের সাথে মোঃ আবুল কালাম মৃধার সাথে পূর্বশত্রুতার জের থাকায় মোঃ তোফাজ্জেল হাওলাদার একাধিক মামলা দিয়ে তার পরিবার ও স্থানীয় কয়েকজন সাধারণ মানুষকে মিথ্যা হয়রানিমূলক চাঁদাবাজি মামলা দিয়ে হেয় প্রতিপন্ন করে আসছে । মোঃ নুর আলম বলেন, আমার বাড়ি ও মামলার বাদী ও বিবাদীর বাড়ি পাশা পাশি থাকায়,  মামলার বাদি তোফাজ্জল হাওলাদার  আসামিদের বিরুদ্ধে যে ৫০০০০, টাকা চাঁদা দাবীর অভিযোগ করেন। তা আমরা দেখি নাই শুনি নাই ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মোঃ এমদাদুল হক বলেন,  সরকারের দেয়া বিদ্যুৎ আমরা বিনামূল্যে পেয়েছি। আমরা কোন ব্যক্তি কে কোনো অর্থ প্রদান করি নাই। এবং আমাদের কাছে কোন ব্যক্তি অর্থ দাবী করে নাই। এবং মামলার বাদীর অভিযোগ ২৩,১১,২০২০ইং তারিখে যে মারধর সহ যে টাকার কথা বলেন তোফাজ্জেল হাওলাদার তাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াটি কারন আমার বাড়ি তাদের  বাড়ি একদম পাশাপাশি  এ ধরনের কোনো কার্যকলাপ, আমার চোখে পড়েনি। এ বিষয়ে মামলার বিবাদী গনকে জিজ্ঞাসা করিলে,  মাওলানা মোঃ আবুল কালাম মৃধা বলেন, আমি একজন শিক্ষক ও ইমাম ঘটনার তারিখ আমি আমার কর্মস্থলে ছিলাম কিন্তু তারা আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে, একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এ মিথ্যা মামলা থেকে আমি পরিত্রান পাওয়ার জন্য কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করি যাহার জিডি নং -৭৭১এছাড়াও আমি কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দাখিল করে। যাহার মামলা নং -৩৬/২০২০ এই মামলার বিবাদী মোঃ তোফাজ্জেল গংরা আমাকে বিভিন্ন সময় ভয়-ভীতি সহ আমাকে গালমন্দ করে। ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। মিথ্যা চাঁদাবাজি মামলার বিবাদী মোঃ জাহাঙ্গীর আলম বলেন আমি কিছুদিন আগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর প্রাপ্ত হয়ে বাড়িতে আসি। একটি কুচক্রী মহল আমাকে একাধিক মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে। কিন্তু উক্ত ঘটনার তারিক আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি এ বিষয়ে কিছু জানিও না। আমাদের উপর আনিত অভিযোগ  সম্পূর্ণ  মিথ্যা ও বানোয়াটি।আমি এর সুষ্ঠু তদন্ত চাই। মিথ্যা চাঁদাবাজি মামলার বাদী তোফাজ্জল হোসেন কে মুঠোফোনের স্থানীয় সংবাদকর্মী গন জিজ্ঞাসা করলে তিনি বিভিন্ন সংবাদকর্মী গণের আত্মীয় পরিচয় দিয়ে  প্রভাবিত করার চেষ্টা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ