• বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকার প্রতিটি ভবনে সেপটিক ট্যাংক স্থাপন বাধ্যতামূলক করতে হবে : পরিবেশ উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা জাতিসংঘে সিনিয়র বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক,,,,,দৈনিক ক্রাইম বাংলা নবজাতকের জীবনে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের হুমকি,,,,দৈনিক ক্রাইম বাংলা কলকাতার গণমাধ্যমে ফখরুলের সাক্ষাৎকার বিতর্কিত, বিএনপি বলেছে মিথ্যা ও মনগড়া,,,,,দৈনিক ক্রাইম বাংলা স্মার্টফোন কেনার সময় ব্যাটারির ‘এমএএইচ’ জানা কেন জরুরি?,,,,দৈনিক ক্রাইম বাংলা সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ান ও হংকং, নিহত ১৪, নিখোঁজ ১২৪,,,,,দৈনিক ক্রাইম বাংলা লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার বিশ্রাযেম জরুরি,,,,,দৈনিক ক্রাইম বাংলা শুটিং সেটে আহত হলেন টম হল্যান্ড,,,,দৈনিক ক্রাইম বাংলা তাপস-ইনু-কামালের আলাপ প্রকাশ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালাপ বাজিয়ে শোনা হলো,,,,,দৈনিক ক্রাইম বাংলা তরুণদের রাজপথে নামতে উদ্বুদ্ধ করেছিলেন তারেক রহমান : রিজভী,,,,,দৈনিক ক্রাইম বাংলা

বাউফলে মেম্বার আনিচ’র নেতৃত্বে বসতবাড়ি ভাংচুর সহ লুটপাট/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৮৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বতর্মান মেম্বার সাইফুল ইসলাম আনিচের নেতৃত্বে ৩০/৩৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা প্রকাশ্য দিবালোকে আব্দুস সালাম বিশ্বাসের বসতবাড়ি ভাংচুর সহ লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ জুলাই ) সকাল ৯টার দিকে। ক্ষতিগ্রস্ত আব্দুস সালাম বিশ্বাস (৫৭) ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল আলী বিশ্বাসের পুত্র।

আব্দুস সালাম বিশ্বাস জানান, সাইড বাড়ি নামে রাস্তার পাশে জেএল নং ১২২, খেজুরবাড়িয়া মৌজার খতিয়ান নং আরএস ১৫৮৭, এসএ ৬৮১, দাগ নং ৪০৬ (নাল) মোট জমির পরিমাণ ৩৫ শতাংশ, দাগ নং ৪০৭ (ভিটা) মোট জমির পরিমাণ ১৭ শতাংশ আজ থেকে ৬৫ বছর পূর্বে সাব-কবলা ও রেকর্ড মূলে আমরা মালিক হই। ৩৫ বছর পূর্বে বসতবাড়ি করে বসবাস করে আসছি। হঠাৎ ২০ বছর পূর্বে একই খতিয়ানভূক্ত বাদী মৃত আব্দুর রাজ্জাক মৃধা আদালতে মামলা দায়ের করেন, যাহার নং ৬৪/৯৮। বাদীর তদবিরের অভাবে আদালত মামলাটি নাকচ করে দেন। তার কয়েক বছর পর মৃত রাজ্জাকের ফুফু হানিফা বেগম বাদী হয়ে পুনরায় ১৬০/২০০৫ নং মামলা করে ডিগ্রি আনেন। সেই ডিগ্রি রোধ করার জন্য আমরা ৭জন মিলে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করি, যাহার নং ১৪৭/২০১৫। যাহা চলমান রয়েছে।

এদিকে গত সোমবার দিন সকালে কোনও কথা নেই বলা নেই সার্ভেয়ার আবুল হোসেনকে নিয়ে মেম্বার আনিচ এসে আমার বাড়িতে বাশ পুতে দিয়ে চলে যান। হঠাৎ করে আজ মঙ্গলবার মেম্বার আনিচের নেতৃত্বে উপস্থিতিতে ৩০/৩৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা সশস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে পিটিয়ে আমার রান্না ঘর ও গভীর নলকূপ টিউবওয়েল ভেঙ্গে চুরে তছনছ দেয়। এবং আমাদের খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। যা বাউফল থানার পুলিশ এসে সরেজমিনে দেখে গেছেন।

সরেজমিনে স্থানীয়রা ঘটনার স্বত্যতা স্বীকার করে বলেন, আব্দুস সালামের পরিবার যদি কোনও রকম বাধা দিত তাহলে রক্তের বন্যা বয়ে যেত। মেম্বার আনিচ একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। নিজে উপস্থিত থেকে তার ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা যেভাবে ভাংচুর চালিয়েছে তা দেখে আমরা স্থানীয়রা হতবাক।

এপ্রসঙ্গে জানতে অভিযুক্ত মেম্বার আনিচের মুঠোফোনে একাধিকবার কল করলেও রিসিভ না করায় কোনও উত্তর পাওয়া যায়নি।

এব্যাপারে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, বসতবাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এবিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন বলেন, এব্যাপারে মেম্বার আনিচের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ