• শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

পুরুষ সহ নারী প্রতারক সুরাইয়া আক্তার বিভিন্ন কৌশলে হাতে নিয়েছে ১৪ লাখ টাকা/দৈনিক ক্রাইম বাংলা।  

রিপোর্টার: / ৩২৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক ঝালকাঠি জেলার নলছিটি থানা দিন পশ্চিম গোপালপুর  বাসিন্দা ১,আউয়াল,২,আল-আমিন,৩,সুরাইয়া আকতার,৪,আলীআকবর,সহ একটি প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে ১৪ লাখ টাকা, বরিশালের বাসিন্দা মোঃ রশিদ রানার কাছ থেকে। তিনি বলেন, আমার কাছ থেকে বিভিন্ন কৌশলে তারা টাকা নিয়েছে  আত্মীয়তার সম্পর্কের  সুযোগ নিয়ে।

 বিভিন্ন সময় প্রথমবার,  ২৫/০৩/২০২০ইং তারিখ ১,০০,০০০টাকা প্রাইমারি স্কুলের চাকরি ঘুষ দেবে বলে নিয়ে যায। দ্বিতীয়বার,  ৩১/৮/২০২০ইংতারিখ মামলা উত্তোলনের জন্য ৫৫,০০০টাকা  তৃতীয়বার,১২/১১/২০২০ ইং তারিখ ৭০,০০০টাকা মাসুদ নামের এক ব্যক্তিকে দেয়ার জন্য নিয়ে যায় চতুর্থবার,  ১১/০৬/২০২০ইং তারিখ। সুরাইয়ার পূর্বের স্বামী এবং আমার  ব্যবসায়ী পার্টনার   আবুবক্করের জন্য  ৪,৭৪,০০০টাকা নেয়, পঞ্চম বার,২০/০৫/২৩ইং তারিখ। ইংল্যান্ড  যাওয়ার জন্য ৭,০০,০০০টাকা নিয়ে নেয় আজ আমি নিঃস্ব হয়ে পড়েছি, এ বিষয় নিয়ে আমি বরিশাল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছি। সি আর  মামলা নং ১৫৮৯/২০২২ এ বিষয়ে উল্লেখ্য মামলার আসামি গন টাকা পরিশোধ করিব বলে একটি অঙ্গীকার নামা সম্পাদন করে।
এবং এই অঙ্গীকার নামার কিছুদিন পরে ১নং আসামী ইংল্যান্ড যাবে না বলিয়া প্রকাশ করে এবং আমার কাছ থেকে নেয়া টাকা ফেরত দেবে না। বল,  নানা অজুহাত  ও কৌশল অবলম্বন করেন। এ বিষয়ে আমি জানতে পারলে ১নংআসামির  নিকট  টাকা চাইলে আসামি গন  টাকা দিতে অস্বীকার করেন । এরপর আমি ১,নং আসামীর নিকট দুইবার লিগ্যাল নোটিশ করি আসামিরা কৌশল অবলম্বন করিয়া সালিশিতে বসার সিদ্ধান্ত নেয় ৩০/০৯/২০২২ইং তারিখ সালিশ দের সম্মুখে আসামিরা আমার নিকট থেকে কোন টাকা নেয় নি বলে সালিশ ভঙ্গ করে  চলিয়া যায়। সর্বশেষ গত ১৫/১০/২০২২ইং শনিবার সকাল ১০ ঘটিকার সময় বরিশাল শহরের ফলপট্টি আকাশ হোটেলের সামনে,  আসামীদেরকে পেয়ে    আমি কিছু সাক্ষীদেরকে নিয়ে, আমার পাওনা টাকা চাইলে তারা অস্বীকার করে।
এবং আমি বাড়াবাড়ি করলে আমাকে হত্যা করবে ও গুম করে ফেলবে বলে বিভিন্ন হুমকি-ধামকি দিয়েছে, আমি এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে অভিযোগ দিয়েছি কিন্তু এগুলোর কোনো সুরাহা পাইনি উল্টো আমার জীবন নিয়ে আমি ঝুঁকিপূর্ণ অবস্থায় ভুগছি এ বিষয়ে মোঃ শাকিল বলেন আমার সামনে থেকে  টাকা নিয়েছে বিভিন্ন কৌশলে এখন তারা বলে মোঃ রশিদ রানা আমাদের কাছে  কোনো টাকা পায় না।  এটাতো এক ধরনের প্রতারণা, আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর যেন কখনো কারো কাছ থেকে অসৎ উপায়ে প্রতারণার মাধ্যমে মানুষকে বিপদে পড়তে না হয়। এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি। এ বিষয়ে গণমাধ্যমকর্মী গন আসামিদের মুঠোফোনে ফোন দিলে তাদের ফোনের অপর পাশ থেকে বলে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ